বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন
- আপডেট সময় : ০৮:৩৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ২০২ বার পঠিত
সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের ১৬ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যুগান্তরের উপজেলা প্রতিনিধি শামীম আহমদ সভাপতি ও মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি কবি-ছড়াকার আ. হ. ইমন শাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০ নভেম্বর বালাগঞ্জ বাজারস্থ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শিপন খান ও সহকারী কমিশনার সাংবাদিক কামরুল ইসলাম মাহি।
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের সভাপতিত্বে প্রথম অধিবেশনে কমিটি গঠনপূর্ব আলোচনা সভায় গোপন ভোটে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করার সিদ্ধান্ত নেয়া হয়। ২৫ নভেম্বর দ্বিতীয় অধিবেশনে ভোটে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
প্রেস ক্লাবের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. আব্দুস শহীদ (দৈনিক মানবজমিন), এসএম হেলাল (সবুজ সিলেট), যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমদ (আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ জাগির হোসেন (সকালের সময়), দপ্তর-প্রচার সম্পাদক তারেক আহমদ (উত্তরপূর্ব), সদস্য রজত চন্দ্র দাস ভুলন (দৈনিক বায়ান্ন), শাহাব উদ্দিন শাহীন (বালাগঞ্জ বার্তা), মোহাম্মদ শিপন খান, জিল্লুর রহমান জিলু (সিলেটের ডাক), হুসাইন আহমদ, এমএ কাদির (শ্যামল সিলেট), আবুল কাশেম অফিক, আহমেদ শহীদ রায়হান ও ম. আ মুকিত।