সিলেটের বিশ্বনাথে সাংবাদিকদের সাথে ওয়ান পাউন্ড হসপিটালের কর্তৃপক্ষের মতবিনিময়
- আপডেট সময় : ০৭:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ১০২ বার পঠিত
সিলেটের বিশ্বনাথের অসহায় রোগিদের ফ্রি স্বাস্থ্য সেবা দিতে ২০১৫ সালে শুরু হওয়া ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে একমতবিনিময় সভার আয়োজন করেছে। গত মঙ্গলবার ২১ নভেম্বর পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালকে একটি পূর্ণাঙ্গ হসপিটালে রূপ দিতে দেশ-বিদেশে অবস্থানরত সকলের সহযোগিতা ও অগ্রণী ভূমিকা পালন করতে সবার সহযোগিতা কামনা করেন । প্রবাসী এবং দেশের বিত্তবানরা দায়িত্ব নিয়ে হসপিটাল নির্মাণের কাজ দ্রুত শেষ করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। এছাড়া আগামী শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় হসপিটালের মূল ভবন নির্মাণের কাজ শুরু উপলক্ষ্যে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
হসপিটালের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিইও ডা. মো. শানুর আলী মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হসপিটালের ফাউন্ডার মেম্বার, সমাজসেবক মকরম আলী আফরোজ, স্থানীয় উপদেষ্টা কমিটির সদস্য শেখ মো. মনির মিয়া, মেডিক্যাল কো-অর্ডিনেটর ডা. এম.এ কুদ্দুছ চৌধুরী, কো-অর্ডিনেটর ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু ও স্বেচ্ছাসেবক ওহিদুর রহমান সাগর প্রমুখ।
সভায় বক্তারা আরো জানান, ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল স্থাপনের উদ্যোগ নেয় ব্রিটিশ চ্যারিটি সংস্থা দি ওয়ান পাউন্ড হসপিটাল। পৌরশহরের ইলিমপুর গ্রামের দক্ষিণে ৬৭ শতক জায়গা ক্রয় করা হয়। এরপর থেকে ধাপে ধাপে মাটি ভরাট, টিউবওয়েল স্থাপন, ডিজাইন কাজ করে ফাইলিং কাজ সম্পন্ন করা হয়। আল খায়ের ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় কাজ এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ১৯৪ জন ফাউন্ডার মেম্বার ও ৪জন প্রেট্টন ফাউন্ডার ও ৩জন রুম দাতাও রয়েছেন