ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সিলেটের বিশ্বনাথে ব্যারিস্টার নাজির ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান Logo সিলেটের বিশ্বনাথে ফাতেমা খাতুন আদর্শ মহিলা মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন Logo সিলেটের বিশ্বনাথে বৃদ্ধা ক্যান্সার আক্রান্ত মহিলার ঘর দখলের অভিযোগ :প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo জামিয়া মাদানিয়া বিশ্বনাথ মাদরাসার ৬৬ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২৮ ডিসেম্বর Logo সিলেটের বিশ্বনাথে আল মাদরাসাতুল হানাফিয়ায় বিশিষ্ট ব্যবসায়ীকে সংবর্ধনা Logo সিলেটের বিশ্বনাথে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ২৯তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন Logo সিলেটের বিশ্বনাথে আল মাদরাসাতুল হানাফিয়ায় দুই শিক্ষানুরাগীকে সংবর্ধনা Logo বিশ্বনাথে নব নিযুক্ত শিক্ষা অফিসার নাস্তিক মাহমুদুল হক অপসারণ ও অবাঞ্ছিত ঘোষনা করে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত Logo ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ইসলামী মহাসম্মেলন থেকে ৯ দফা ঘোষণা Logo তাবলিগের রাহবার আলেমরা, অন্য কেউ নয়

গাজায় ৪২ সাংবাদিক হত্যার প্রতিবাদে মালয়েশিয়ায় বিক্ষোভ

ইসলামিক মিডিয়া ২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ৮৭ বার পঠিত

সেভ প্রেস ৪ গাজা (SP4G), মালয়েশিয়ার মিডিয়া ক্লাব, এসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়নের জোট কুয়ালালামপুরে মেরদেকার সামনে গাজায় অন্তত ৪২ সাংবাদিক হত্যার পাশাপাশি নিরীহ ফিলিস্তিনি শিশু হত্যার প্রতিবাদে মালয়েশিয়ায় ২৬টি সংবাদ সংস্থার শতাধিক সংবাদকর্মী প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন। শনিবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা দেড় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি নির্বিচার হামলায় এ পর্যন্ত ৪২ জন সাংবাদিক নিহত হয়েছেন। প্রাথমিক অনুসন্ধান শেষে সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করা বৈশ্বিক এই সংস্থাটি এমন তথ্য তুলে ধরেছে। ১৯৯২ সালে সিপিজে তথ্য সংরক্ষণ শুরুর পর থেকে সাংবাদিকরা এমন কঠিন পরিস্থিতির শিকার আর কখনোই হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে বিএনপির স্মারকলিপি প্রদান।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সংঘাত শুরুর পর থেকে গতকাল সোমবার পর্যন্ত ৪২ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছে। এদের মধ্যে ৩৭ জন ফিলিস্তিনি সাংবাদিক এবং একজন লেবাননের। এ ছাড়া যুদ্ধে আরও ৯ সাংবাদিক আহত, তিনজন নিখোঁজ ও ১৩ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনে হামলা শুরু করে ইসরায়েলে। এ যুদ্ধে অন্তত ৪২ সাংবাদিক হত্যার ও ফিলিস্তিনের সাড়ে ১১ হাজার মানুষ নিহত হয়েছেন। সেভ দ্য চিল্ড্রেন জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় প্রতি ১০ মিনিটে একটি শিশু নিহত হচ্ছে। এ ছাড়া নিহতদের প্রতি তিনজনের একজন নারী অথবা শিশু রয়েছেন।
গাজায় ৪২ সাংবাদিক হত্যার প্রতিবাদে মালয়েশিয়ায় বিক্ষোভ। যুদ্ধবিরতি হলে গাজায় যা করতে চান এরদোয়ান।
ফিলিস্তিনে হামাসকে নির্মূলের লক্ষ্যে পরিচালিত যুদ্ধের নামে সাংবাদিকসহ নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ২৬টি সংবাদ সংস্থা। এরমধ্যে রয়েছে ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট, গেরাকান মিডিয়া মেরডেকা, ক্রাইম জার্নালিস্ট এসোসিয়েশন, ফরেন করেসপন্ডেন্টস ক্লাব মালয়েশিয়া, কেলাব ওয়ার্তাওয়ান কেএল এবং সেলাঙ্গর, কেলাব মিডিয়া প্রিমা, কেলাব মিডিয়া পুত্রজায়া এবং কেলাব মিডিয়া পাহাং। এ সময় তারা গাজায় বিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।
SP4G প্রতিনিধি সাইরিয়ান নাফিস বলেছেন, তারা গাজা এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার অবশিষ্ট জনসংখ্যাকে সাহায্য করার জন্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং তাৎক্ষণিক সাহায্যের সুবিধার্থে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে দাবি জানিয়েছেন।
আল-জাজিরার মালয়েশিয়ার ব্যুরো প্রধান বলেন, আমরা সাংবাদিক ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার জন্য ইসরায়েলের কাছ থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতির দাবিতে রিপোর্টার্স উইদাউট বর্ডারস, আরব ও মধ্যপ্রাচ্য সাংবাদিক সমিতি এবং সাংবাদিকদের আন্তর্জাতিক ফেডারেশনসহ প্রেস এসোসিয়েশনের সঙ্গে যোগ দিয়েছি। সাইরিয়ান বলেন, আমরা নিজেরাই অনিশ্চিত যে আমরা কতদিন নৃশংসতার মধ্যে বেঁচে থাকব।
মালয়েশিয়ার মিডিয়ার কণ্ঠস্বর গাজায় ইসরায়েলের সামরিক এবং সরকার কর্তৃক সাংবাদিক এবং তাদের পরিবারকে টার্গেট করে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে SP4G তার জন্য তীব্র নিন্দা জানায়।
সাইরিয়ান বলেন, রয়টার্সের ভিডিওগ্রাফার, ইসাম আবদুল্লাহ হামলায় প্রাণ হারিয়েছেন এবং ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। এই ধরনের ঘটনাগুলো সংঘাতপূর্ণ অঞ্চলে কর্মরত সাংবাদিকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক পদক্ষেপের জরুরি প্রয়োজন বলে তুলে ধরেন।
তিনি আরও বলেন, ইসরায়েল যখন অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতি সমর্থন দেয় এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে, তখন আমাদের এ কথা জানাতে হবে যে ইসরায়েল যা করছে, তা আমাদের মূল্যবোধের পরিপন্থি। ইসরায়েল যাতে একতরফা ও বিনা বাধায় যা খুশি তা করতে না পারে, সে জন্য এই প্রকাশ্য কঠোর প্রতিবাদ করা প্রয়োজন।”

ট্যাগস :

ফেসবুকে আমরা

গাজায় ৪২ সাংবাদিক হত্যার প্রতিবাদে মালয়েশিয়ায় বিক্ষোভ

আপডেট সময় : ০৮:২১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

সেভ প্রেস ৪ গাজা (SP4G), মালয়েশিয়ার মিডিয়া ক্লাব, এসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়নের জোট কুয়ালালামপুরে মেরদেকার সামনে গাজায় অন্তত ৪২ সাংবাদিক হত্যার পাশাপাশি নিরীহ ফিলিস্তিনি শিশু হত্যার প্রতিবাদে মালয়েশিয়ায় ২৬টি সংবাদ সংস্থার শতাধিক সংবাদকর্মী প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন। শনিবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা দেড় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি নির্বিচার হামলায় এ পর্যন্ত ৪২ জন সাংবাদিক নিহত হয়েছেন। প্রাথমিক অনুসন্ধান শেষে সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করা বৈশ্বিক এই সংস্থাটি এমন তথ্য তুলে ধরেছে। ১৯৯২ সালে সিপিজে তথ্য সংরক্ষণ শুরুর পর থেকে সাংবাদিকরা এমন কঠিন পরিস্থিতির শিকার আর কখনোই হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে বিএনপির স্মারকলিপি প্রদান।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সংঘাত শুরুর পর থেকে গতকাল সোমবার পর্যন্ত ৪২ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছে। এদের মধ্যে ৩৭ জন ফিলিস্তিনি সাংবাদিক এবং একজন লেবাননের। এ ছাড়া যুদ্ধে আরও ৯ সাংবাদিক আহত, তিনজন নিখোঁজ ও ১৩ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনে হামলা শুরু করে ইসরায়েলে। এ যুদ্ধে অন্তত ৪২ সাংবাদিক হত্যার ও ফিলিস্তিনের সাড়ে ১১ হাজার মানুষ নিহত হয়েছেন। সেভ দ্য চিল্ড্রেন জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় প্রতি ১০ মিনিটে একটি শিশু নিহত হচ্ছে। এ ছাড়া নিহতদের প্রতি তিনজনের একজন নারী অথবা শিশু রয়েছেন।
গাজায় ৪২ সাংবাদিক হত্যার প্রতিবাদে মালয়েশিয়ায় বিক্ষোভ। যুদ্ধবিরতি হলে গাজায় যা করতে চান এরদোয়ান।
ফিলিস্তিনে হামাসকে নির্মূলের লক্ষ্যে পরিচালিত যুদ্ধের নামে সাংবাদিকসহ নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ২৬টি সংবাদ সংস্থা। এরমধ্যে রয়েছে ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট, গেরাকান মিডিয়া মেরডেকা, ক্রাইম জার্নালিস্ট এসোসিয়েশন, ফরেন করেসপন্ডেন্টস ক্লাব মালয়েশিয়া, কেলাব ওয়ার্তাওয়ান কেএল এবং সেলাঙ্গর, কেলাব মিডিয়া প্রিমা, কেলাব মিডিয়া পুত্রজায়া এবং কেলাব মিডিয়া পাহাং। এ সময় তারা গাজায় বিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।
SP4G প্রতিনিধি সাইরিয়ান নাফিস বলেছেন, তারা গাজা এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার অবশিষ্ট জনসংখ্যাকে সাহায্য করার জন্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং তাৎক্ষণিক সাহায্যের সুবিধার্থে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে দাবি জানিয়েছেন।
আল-জাজিরার মালয়েশিয়ার ব্যুরো প্রধান বলেন, আমরা সাংবাদিক ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার জন্য ইসরায়েলের কাছ থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতির দাবিতে রিপোর্টার্স উইদাউট বর্ডারস, আরব ও মধ্যপ্রাচ্য সাংবাদিক সমিতি এবং সাংবাদিকদের আন্তর্জাতিক ফেডারেশনসহ প্রেস এসোসিয়েশনের সঙ্গে যোগ দিয়েছি। সাইরিয়ান বলেন, আমরা নিজেরাই অনিশ্চিত যে আমরা কতদিন নৃশংসতার মধ্যে বেঁচে থাকব।
মালয়েশিয়ার মিডিয়ার কণ্ঠস্বর গাজায় ইসরায়েলের সামরিক এবং সরকার কর্তৃক সাংবাদিক এবং তাদের পরিবারকে টার্গেট করে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে SP4G তার জন্য তীব্র নিন্দা জানায়।
সাইরিয়ান বলেন, রয়টার্সের ভিডিওগ্রাফার, ইসাম আবদুল্লাহ হামলায় প্রাণ হারিয়েছেন এবং ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। এই ধরনের ঘটনাগুলো সংঘাতপূর্ণ অঞ্চলে কর্মরত সাংবাদিকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক পদক্ষেপের জরুরি প্রয়োজন বলে তুলে ধরেন।
তিনি আরও বলেন, ইসরায়েল যখন অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতি সমর্থন দেয় এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে, তখন আমাদের এ কথা জানাতে হবে যে ইসরায়েল যা করছে, তা আমাদের মূল্যবোধের পরিপন্থি। ইসরায়েল যাতে একতরফা ও বিনা বাধায় যা খুশি তা করতে না পারে, সে জন্য এই প্রকাশ্য কঠোর প্রতিবাদ করা প্রয়োজন।”