সংবাদ শিরোনাম ::
সকাল সন্ধ্যার দুআ ও আমল
ইসলামিক মিডিয়া ২৪ ডেস্ক :
- আপডেট সময় : ১১:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ২০৭ বার পঠিত
যে ব্যক্তি সকাল বেলা তিনবার ‘‘আ য়ু যুবিল্লাহিস সামীয়িল আলিমিমিনাশ শাইতানিররাজিম’’ পড়ে সুরায়ে হাশরের শেষ তিন আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য সত্তর হাজার ফেরেশতা নিযুক্ত করবেন, যারা তার জন্য সন্ধ্যা পর্যন্ত রহমতের দুআ করতে থাকবে। এবং ঐ দিন তার মৃত্যু হলে সে শাহাদাতের মৃত্যু বরণ করবে। আর সন্ধ্যার অনুরূপ পাঠ করলে পরবর্তী সকাল পর্যন্ত ঐ মর্তবা হাছেল হবে। (তিরমিযি)
যে ব্যক্তি সকাল-সন্ধ্যা ফজর ও মাগরিবের নামাযের পর কথার বলার পূর্বে সাত বার পাঠ করবে ‘‘আল্লাহুম্মা আজিরনি মিনান্নার’’ তাহলে ঐ দিন বা রাত্রে তার মৃত্যু হলে তার জন্য জাহান্নাম থেকে মুক্তি লিখে দেয়া হবে। (মেশকাত, আবু দাউদ)