সবর প্রসঙ্গে
- আপডেট সময় : ০২:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ ১০২ বার পঠিত
সবর প্রসঙ্গে
সবর অর্থ মনকে মজবূত রাখা, মনকে ধরে রাখা, সবর কয়েক প্রকার: ক. ইবাদতের সময় ছবর, অর্থাৎ ইবাদত ও নেক কাজের উপর মনকে পাবিন্দির সাথে ধরে রাখা এবং ধৈর্য্য সহকারে সহীহ তরীকায় তা আদায় করা।
খ. গোনাহের সময় সবর, অর্থাৎ মনকে গোনাহ থেকে দূরে ধরে রাখা। গ. কষ্ট ও বিপদ-আপদের সময় সবর, অর্থাৎ কেউ কোন কষ্ট দিলে প্রতিশোধ না নেয়া এবং রোগ-ব্যাধি হলে বা জান মালের ক্ষতি হলে বে-সবর হয়ে শরীয়তের খেলাফ কোন কথা মুখ থেকে বের না করা বা বয়ান করে ক্রন্দন না করা। সবর গুণের অনেক মর্তবা। সবরের প্রতিদান হল জান্নাত। হাদীছে বলা হয়েছে। অর্থাৎ সবরের বদলা হল জান্নাত।
উপযুক্ত সবরের বিনিময়ে জান্নাত পাওয়া যেতে পারে। ‘সবর’ অর্থ আল্লাহ পাক যে অবস্থায় রেখেছেন আমি তাতেই সন্তুষ্ট, আমার কোন অভিযোগ নেই। এরূপ সবরের মাধ্যমে আল্লাহর প্রতি চরম ভক্তি প্রকাশ করা হয়, আল্লাহর কাছে চরম ভাবে নিজেকে সোপর্দ করা হয়। আল্লাহর নিকট নিজেকে এরকম চরমভাবে ন্যস্ত করলে কেন আল্লাহ তাকে জান্নাত দিবেন না? যে ব্যক্তি বিনা যুক্তিতে আল্লাহকে ভালবাসে, বিনা যুক্তিতে আল্লাহর সব কিছুকে মেনে নেয়, কোন অভিযোগ ছাড়াই আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, যে আল্লাহর প্রতি এরকম চরম ভাবে নিবেদিত, তাকে আল্লাহ জান্নাত দিবেন না তাহলে কাকে জান্নাত দিবেন? তাই সবরের প্রতিদান হল জান্নাত।
কুরআনুল করীমে ইরশাদ হয়েছে অর্থাৎ সবরকারীদেরকে সুসংবাদ দিয়ে দাও। যারা বিপদের সময় বলে ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাদের প্রতি আল্লাহর রহমত ও দয়া হবে।