বিজয়ের পতাকা
- আপডেট সময় : ০৮:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ ৭৬ বার পঠিত
এস কে এম আশরাফুল্লাহ
বিজয়ের পতাকা উড়ছে আকাশে অজ্স্র স্বপ্ন মাখা
ষোলকোটি প্রাণে প্রতিদিন জাগে লাল সবুজের পতাকা
বিজয় আমার আশা, দুঃখ ভুলে হাসা
বিজয় ভালোবাসা, বাংলা মায়ের ভাষা।
লক্ষ শহীদ ঢেলেছে রক্ত এই মাটির বক্ষে
লড়েছে তারা দিবাযামী স্বাধীনতার লক্ষ্যে
বুকের তাজা খুন সঁপেছে কিনতে ভালোবাসা
বিজয় আমার আশা, কোটি প্রাণের ভাষা।
হাজারো বাগান বিরান হয়েছে, মাহফিল হয়েছে শূণ্য
নিরীহ বাঙালির কত মা বোনের হয়েছে ইজ্জত ক্ষুন্ন
একাত্তরের সেই রক্ত ¯স্রোতে ভেসেছে লক্ষ প্রাণ
শক্র সেনাদের উৎখাত করে পেয়েছি স্বাধীন উদ্যান।
বিজয়ের প্রতিশ্রুতি যতদিন পৌঁছে লক্ষ্য পানে
অবিরাম সংগ্রাম করবে এ জাতি স্বাধীনতার গানে
অজেয় বাঙালির প্রাণের কুটিরে স্বপ্ন বেঁধেছে বাসা
বিজয় আমার আশা, বাংলা মায়ের ভাষা।
স্বাধীনতার ডাক
ফজলুর রহমান রাসেল
জেরুজালেম বাঁচাতে হলে মিলাও হাতে হাত
ডোনাল ট্রাম্প দর্শনকে করো অভিসম্পাত
সিংহের জাতি মুসলিম জাগো
বাতিল শক্তির হোক নিপাত।
আলী, হামজা, বীর খালিদের অগ্র সৈনিক
জাগো নবীন, তরুণ-যুব তুমি তো নির্ভীক
মুসলিম মোরা পরাভব মানি না, নইকো পরাধীন
সকল বাঁধা পায়ে দলে আল আকসা করবো স্বাধীন।
স্বাধীনতার ডাক এসেছে দিয়ে হকের আযান
মিল্লাতের প্রেরণায় জেগেছে কোটি প্রাণ
‘মরলে শহীদ বাঁচলে গাজি’ মুখে নিয়ে এই শ্লোগান
বক্ষে কুরআন লক্ষ্যে রহমান, হও মুসলিম আগুয়ান।