কুরআনের আলো
- আপডেট সময় : ০১:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ ১৫১ বার পঠিত
সকল ক্ষমতার একমাত্র অধিপতি আল্লাহ তায়ালা। সূরা বাকারা- ১৬৫।
পাঠ করো তোমার প্রভূর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আলাক- ১।
ঈমান আনার পর কাউকে মন্দ নামে ডাকা গোনাহ। সূরা হুজুরাত-১১
কেউ জানে না সে আগামীকাল কী করবে, কোথায় মরবে। সূরা লোকমান-৩৪
যে রাসূলের হুকুম মান্য করবে, সে আল্লাহর হুকুম মান্য করল। সূরা বাকারা- ৮০।
যে আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক-৬৫।
শিরিককারীর জন্য জান্নাত হারাম, তার ঠিকানা জাহান্নাম। সূরা মায়েদা- ৭২।
তোমরা ধৈর্য ধরো, আল্লাহর ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা আলে ইমরান- ৪৬।
নিঃসন্দেহে মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা নিসা-১৪৫।
অনুসরণ করো তাদের, যারা কোনো প্রতিদান চায় না। সূরা ইয়াসিন-৩৬।
সালাত অবশ্যই অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত-৪৫।
নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন। সূরা বুরুজ-১২।
জেনে রেখো, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়। সূরা রা’দ-২৮।
তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা-১৫৩।
কুরআন সেই পথ দেখায়, যা সরল ও সোজা। সূরা বনী ইসরাঈল-২৯।
ক্ষমা ও সৎকর্ম করো, জাহেলদের থেকে দূরে থাকো। সূরা আ‘রাফ-১৯৯।