সিলেটের বিশ্বনাথে সংবাদকর্মীদের সাথে ব্যারিস্টার আবদুশ শহীদের মতবিনিময়
- আপডেট সময় : ১১:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১৮৫ বার পঠিত
সিলেটের বিশ্বনাথের বৃহত্তর জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণ এবং বিনা সুদে উচ্চশিক্ষা ঋণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আবদুশ শহীদ।
গত শনিবার ৯ মার্চ দুপুরে বিশ্বনাথ পৌরশহরের পানসী রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবক তোফায়েল আহমেদের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মাসিক বিশ্বনাথ ডাইজেস্টের সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের’র পরিচালনায় বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান, বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক বাবরুল হোসেন বাবুল, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদে নির্বাচনে পদপ্রার্থী শামসাদুর রহমান রাহিন।
মূল বক্তব্য উপস্থাপন করেন ব্যারিস্টার আবদুশ শহীদ। তিনি বলেন, যুক্তরাজ্যে থেকেও বিশ্বনাথের মানুষের জন্য বিভিন্ন সেবামুলক কাজ করে যাচ্ছি। এর পাশাপাশি দারিদ্র্য দূরীকরণ ও বিনা সুদে উচ্চ শিক্ষার জন্য ঋণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাজ্যে একটি ট্রাস্ট গঠন করার উদ্যোগ নিয়েছি। বাস্তবায়ন করার জন্য দেশে এসেছি। দারিদ্র্যতার কারণে যাতে কেউ উচ্চ শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত না হয়। উচ্চ শিক্ষার জন্য বিদেশে গিয়েও যাতে প্রতারিণ না হয় সেই কাজ করবে আমাদের এ সংগঠন।
তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে শিক্ষামুখী করে উচ্চ শিক্ষিত হিসেবে গড়ে তুলতে ও কর্মমুখী করাই আমাদের লক্ষ্য। এজন্য সকল সাংবাদিকদের সহযোগিতা ও সর্বস্থরের মানুষের সহযোগিতা কামনা করেন।