সিলেটের বিশ্বনাথে জুম্মার নামাজের মধ্য দিয়ে মডেল মসজিদে আনুষ্ঠানিকভাবে নামাজ শুরু
- আপডেট সময় : ১১:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১১৬ বার পঠিত
জুম্মার নামাজের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে পৌর এলাকার নতুন বাজারস্থ স্থাপতি ‘উপজেলা মডেল মসজিদ’-এ আনুষ্ঠানিকভাবে নামাজ শুরু হয়েছে। গত শুক্রবার ৮ মার্চ নামাজ শুরু উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মডেল মসজিদে প্রথম নামাজ আদায়ে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহন করেন।
উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত প্রথম জুম্মার নামাজে ইমামতি করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী। উদ্বোধনী জুম্মার নামাজে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি।
মডেল মসজিদে অনুষ্ঠিত প্রথম নামাজ, দোয়া মাহফিল শেষে মুসল্লিদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিরনি বিতরণ করা হয়। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার নানান বয়সের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।