সিলেটের বিশ্বনাথে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের উদ্দ্যোগে নাশিদ মাহফিল আগামী ১0 জানুয়ারী
- আপডেট সময় : ০৪:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ৬৩ বার পঠিত
সিলেটের বিশ্বনাথে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে তিলাওয়াত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১০ জানুয়ারী শুক্রবার।
বিশ্বনাথের নতুন বাজারের প্রবাসীর চত্ত্বরের পাশেই ১০ জানুয়ারী শুক্রবার বাদ জুমা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য আয়োজন নাশিদ মাহফিল।
আলোকিত সুর সাংস্কৃতি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম কাওছার আহমদ নাশিদ মাহফিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান নাশিদ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ও ইসলামী সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট গীতিকার ও সুরকার কবি মুজাহিদ বুলবুল, বিশিষ্ট গীতিকার ও সুরকার আহমদ আব্দুল্লাহ, জাগ্রত শিল্পী ফয়েজ আহমদ শাহরুখ, কলরবের শিল্পী আরাফাত হোসাইন, জনপ্রিয় উর্দু নাশিদ শিল্পী সায়নান সায়েম, সবুজ কুড়ির শিল্পী ইমরান আহমদ,জায়ান ইসলামী শিল্পীগোষ্টী সিলেটের শিল্পী সিদ্দিকুর রহামন, মুহাম্মাদ আল শাহিদ, সবুজ আহমদ, সিলেটের শিল্পী মুবারক মাহদি প্রমুখ।
নাশিদ মাহফিলে তিলাওয়াত করবেন জাতীয় পর্যায়ে সমাদৃত ক্বারী আহমদ মারজান সিলেট, আলোকিত সুরের ক্বেরাত বিভাগ পরিচালক ক্বারী হাফিজ শাহ সাইদুর রহমান,
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আলোকিত সুরের প্রতিষ্ঠাতা সভাপতি এম কাওছার আহমদ, উপপরিচালক এম মুখতার হোসাইন, নির্বাহী পরিচালক মাওলানা জাকওয়ান আহমদ, সহ পরিচালক সেবুল মিয়া,
নাশিদ মাহফিলে উপস্থাপনায় উপস্থিত থাকবেন, নন্দিত আবৃত্তিকার ও উপস্থাপক কবি মীম সুফিয়ান, ফারুক মাহদি,
অনুষ্ঠানের সমাপনীতে জমকালো সংগীত পরিবেশন ও আলোকিত করবেন, আলোকিত সুরের শিল্পী এস কে এম আশরাফুল্লাহ, ইসমাইল হোসেন,তানভীর আহমদ,আরাফাত রহমান মোবারক, মারজান আহমদ, সাকিব আহমদ, রাজন আহমদ ইউসুফ প্রমুখ।