জামিয়া মাদানিয়া বিশ্বনাথ মাদরাসার ৬৬ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২৮ ডিসেম্বর
- আপডেট সময় : ১০:০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ৯৩ বার পঠিত
মুজাহিদে মিল্লাত আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রহ: স্মৃতিবিজড়ীত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয় দারুল উলুম মাদানিয়া ও জামিয়া মাদানিয়া ক্বওমিয়া মহিলা মাদরাসা ও এতিমখানা বিশ্বনাথ এর ৬৬ তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন ২৮ ডিসেম্বর ২০২৪ ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৬৬ তম ইসলামী মহা সম্মেলনটি জামিয়ার মাঠে সকার ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হবে। (মহিলাদের জন্য মহিলা মাদরাসায় সকাল ১০ টা থেকে বয়ান শুনার ব্যবস্থা রয়েছে) এতে সভাপতিত্ব করবেন শায়খ জিয়া উদ্দিন সদরে এদ্বারা ও শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান খান হবীগঞ্জী ।
জামিয়ার বার্ষিক মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মদীনার মসজিদে কুবরা ও মসজিদে যুল ক্বিবলাতাইনের সাবেক ইমাম, মদীনা মুনাওয়ারাহ’র সিনিয়র উস্তাদুল হাদীস আল্লামা শায়খ ডক্টর মুহাম্মদ ইয়াকুব আদ দেহলভী আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করবেন শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খাঁন সুনামগঞ্জী, হযরত মাওলানা মুফতী রশিদুর রহমান ফারুকী বর্ণভী, হযরত মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী ঢাকা, হযরত মাওলানা মুজিবুর রহমান চাঁদপুরী, হযরত মাওলানা তাহফিমুল হক হবিগঞ্জী, হযরত মাওলানা আলী হাসান উসামা ঢাকা, হযরত মাওলানা উবায়দুর রহমান হুযায়ফী ঢাকা, মুফতী মুজিব উদ্দিন কাসেমী সিলেট।
এ ছাড়া দেশ বিদেশের উলামায়ে কেরাম বুজুর্গ হযরতগণ নছীহত পেশ করবেন। এতে জামিয়ার মহাসম্মেলনে অংশ নিতে ও সহযোগীতা করতে সকলের প্রতি দাওয়াত দিয়ছেন জামিয়ার মুহতামীম মাওলানা শিব্বীর আহমদ।