সিলেটের বিশ্বনাথে আল মাদরাসাতুল হানাফিয়ায় দুই শিক্ষানুরাগীকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৭:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ৯২ বার পঠিত
সিলেটের বিশ্বনাথ পৌরশহরে অবস্থিত আল মাদরাসাতুল হানাফিয়্যাহ ও এতিমখানায় ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক বিশ্বনাথ শাখার ইনচার্জ ও বিশিষ্ট শিক্ষানুরাগী আহমেদুর রশীদ চৌধুরী ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক বিশ্বনাথ শাখার অপারেশন ম্যানেজার শফিকুল ইসলাম বাপ্পী আল মাদরাসাতুল হানাফিয়্যায় আগমণ উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়েছ্।
গত ২ ডিসেম্বর রবিবার দুপুরে মাদরাসার হল রুমে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র মুহাম্মদ আলী ও মাদরাসার পরিচালক মাওলানা শহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক বিশ্বনাথ শাখার ইনচার্জ বিশিষ্ট শিক্ষানুরাগী আহমেদুর রশীদ চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক বিশ্বনাথ শাখার অপারেশন ম্যানেজার শফিকুল ইসলাম বাপ্পী,
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক হাফিজ কামাল আহমদ সংগঠক মোস্তফা আহমদ প্রমুখ। সংবর্ধিত অতিথিদেরকে মাদরাসার পক্ষথেকে সম্মাননা স্মারকগ্রন্থ প্রদান ও ছাত্রদের পক্ষথেকে ফুলের তোরা দিয়ে বরণ করেন সংবধিত অতিথিদেরকে।