বিশ্বনাথ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিপিইটি ট্রাস্টের সেক্রেটারী গোলজার খানের মতবিনিময়
- আপডেট সময় : ১০:০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ৭৮ বার পঠিত
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, লন্ডন সিটির বিশিষ্ঠ ক্যাটারিং ব্যবসায়ী ও কমিউনিটি নেতা গোলজার খান বলেছেন, বিশ্বনাথে টাকার অভাবে লেখাপড়া করতে পারছেনা, সেই সকল শিক্ষার্থীদের পাশে থাকবে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট (বিপিইটি) ইউকে। বিশ্বনাথের শিক্ষার মান উন্নয়নে প্রতেক্যকেই নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমত চেষ্ঠা চালানো উচিত। তিনি রবিবার (২২ সেপ্টেম্বর) প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথের শিক্ষার মান উন্নয়নে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ জামাল মিয়ার পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন।
বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শাহনুর আলী, শেখ হারুনুর রশীদ, সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ বিডি টোয়েন্টিফোর সম্পাদক তজম্মুল আলী রাজু, ইসলামিক মিডিয়ার সম্পাদক শহিদুর রহমান, বিশ্বনাথ নিউজ টোয়েন্টিফোররের স্টাফ রিপোর্টার নূর উদ্দিন, দৈনিক আজকালের খবরের বিশ্বনাথ প্রতিনিধি মোহাম্মদ নূরুল ইসলাম, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, লন্ডন বাংলা ভয়েজের বিশ্বনাথ প্রতিনিধি সমুজ আহমদ সায়মন, আলোচিত বিশ্বনাথ সম্পাদক সুজিত দেব, ইনফো বাংলার বিশ্বনাথ প্রতিনিধি ফারুক আহমদ, মাসিক বিশ্বনাথ ডাইজেস্টের নিজস্ব প্রতিবেদক মাজহারুল ইসলাম সাব্বির, সংগঠক জালাল উদ্দিন, নাছির উদ্দিন, আফজল মিয়া, জাহান মিয়া, সাব্বির আহমদ।