সংবাদ শিরোনাম ::
আগামীকাল বিশ্বনাথে আসছেন মাওলানা মামুনুল হক
ইসলামিক মিডিয়া ২৪ ডেস্ক :
- আপডেট সময় : ১০:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ১১০ বার পঠিত
আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ২০২৪) পথসভা ও সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখা। পথসভা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মাওলানা মামুনুল হক।
জানাযায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও পথা অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে এক পথ সভার আয়োজন করা হয়েছে। পথসভাপতি অনুষ্টিত হবে ৫ সেপ্টেম্বর বাদ মাগরিব প্রবাসী চত্তরের সংলগ্ন মাঠে।
এছাড়া পথসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পথসভাকে সফল ও সার্থক করে গড়ে তোলার জন্য বিশ্বনাথের সর্বস্থরের জনগণকে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক এম আশরাফল হক।