ইসলামী ব্যাংকে রেমিটেন্স উৎসবে লক্ষ টাকা বিজয়ী মুজাহিদুর রহমানকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৭:৫৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৩৪৫ বার পঠিত
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স উৎসবে লক্ষ টাকা বিজয়ী মুজাহিদুর রহমান-কে ইসলামী ব্যাংক নাজির বাজার এজেন্ট’র পক্ষ থেকে এক সংবর্ধনার দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্টানটি গত ৩ মার্চ রবিবার বিকেলে নাজির বাজার এজেন্ট ব্যাংকের হল রুমে অনুষ্টিত হয়েছে|
কাওছার আহমদ’র তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানটি লালাবাজার সওদা টেলিকম এর স্বত্ত্বাধীকারী মোঃ আশফাকুর রহমানের পরিচালনায় ও ইসলামী ব্যাংক নাজির বাজার আউটলেট এর ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতিত্বে সবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক দক্ষিণ সুরমা শাখার ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ নকিব হোসাইন,
বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজনীতিবিদ ও সমাজসেবক সেবুল আহমেদ, বালাগঞ্জ ডিগ্রি কলেজ’র সাবেক অধ্যাপক ও ইসলাম ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী ফয়জুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব দেলোয়ার হোসাইন, আব্দুল ওয়াদুদ, আব্দুস সালাম, ইউপি সদস্য নাজিম উদ্দীন রাহিন ও আউটলেটের অন্যান্য গ্রাহকবৃন্দ।
লক্ষ টাকা বিজয়ী মুজাহিদুর রহমান কে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
সবর্ধনা অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন নাজির বাজার জামে মসজিদের ইমাম মাওলানা এবাদুর রহমান।