ইসরাইলি হামলায় শতাধিক ইমাম নিহত ও হাজার মসজিদ ধ্বংস
- আপডেট সময় : ০৮:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ১৫২ বার পঠিত
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে বর্বর ইসরাইলি হামলায় এখন পর্যন্ত এক হাজার মসজিদ ধ্বংস হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। গাজার ওয়াকফ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই মসজিদগুলো পুনর্র্নিমাণে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে।’
মন্ত্রণালয়ের মতে, সমুদ্রতীরবর্তী অঞ্চলে ইসরাইলি হামলায় শতাধিক ইমাম নিহত হয়েছেন। এ ছাড়া ইসরাইলি হামলায় একটি গির্জা, বেশ কয়েকটি প্রশাসনিক ভবন ও মাদরাসা এবং একটি ব্যাংকের সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি দখলদারিত্ব কয়েক ডজন কবরস্থান ধ্বংস এবং কবর খনন অব্যাহত রেখেছে। এগুলোর পবিত্রতা লঙ্ঘন করছে এবং লাশ চুরি করছে। এটি আন্তর্জাতিক সনদ এবং মানবাধিকারের প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ। এ অভিযোগের বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরাইলি হামলায় ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। পাশাপাশি আহত হয়েছে আরো প্রায় সাড়ে ৬২ হাজার মানুষ। এ ছাড়া জাতিসংঘের মতে, ইসরাইলি হামলার ফলে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এ অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।