জমে উঠেছে সিলেট-২ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোটের মাঠে মূল আলোচনায় রয়েছেন চার হেভিওয়েট প্রার্থী
- আপডেট সময় : ০৭:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ২২৯ বার পঠিত
জমে উঠেছে সিলেট-২ আসনের ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ৭ জন প্রার্থী থাকলেও ভোটের মাঠে মূল আলোচনায় রয়েছেন চার হেভিওয়েট প্রার্থী। বর্তমান সংসদ সদস্য গণফোরামের প্রার্থী মোকাব্বির খান (উদীয়মান সূর্য), বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী (নৌকা) ও জাপার প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল), বিশ্বনাথ পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান (ট্রাক)।
বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলার মোট ভোটার হচ্ছেন ৩,৪৪,৭৫৭ জন, পুরুষ ভোটার হচ্ছেন ১,৭৬,১৫৬ জন, মহিলা ভোটার হচ্ছেন ১,৬৬, ৮০১ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাকি মাত্র ১১ দিন। প্রতীক বরাদ্ধের পর থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রসার-প্রচারণা।
চার হেভিওয়েট প্রার্থী থেকেই গুঞ্জন উঠেছে সিলেট-২ আসনের যে কেউ কান্ডারি হবেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট থেকে প্রার্থী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শফিকুর রহমান চৌধুরী। সেই সময়ের বিএনপির হেভিওয়েট প্রার্থী ও প্রভাবশালী রাজনীতিবিদ এম ইলিয়াস আলীকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। দীর্ঘ দুই ট্রাম পর এবার নৌকার দলীয় প্রার্থী পেয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে। নেতা কর্মী ও উচ্ছ্বাস ও উদ্দীপনাকে কাজে লাগিয়ে সিলেট-২ আসন নিজেদের দখলে নিতে চায় আওয়ামী লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
বর্তমান সংসদ সদস, দুর্নীতির বিরুদ্ধে আপোসহীন, মোকাব্বির খান, বিশ্বনাথ ও ওসমানীনগরের উন্নয়নের কর্মকান্ড ও বিএনপিকে কাজে লাগিয়ে আবারো সিলেট-২ আসন দখলে নিতে চান গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।
অন্যদিকে জাতীয় পার্ট্টি প্রার্থী ইয়াহইয়া চৌধুরী দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও ওসমানীগর উপজেলাকে গঠন করে এলাকার মানুষের মন জয় করতে পেরে ও কর্মী সমর্থক তৈরী করে প্রাণ ফিরে পেয়েছিলো জাতীয় পার্টি। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থী ইয়াহইয়া চৌধুরী জামানত হারালেও এবার দলের কর্মী বাহিনীকে নিয়ে শক্ত অবস্তান নিয়েছেন। তার আমলে উন্নয়নের কর্মকান্ডকে কাজে লাগিয়ে আবারো সিলেট-২ আসনে দখলে নিতে চান জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
বিশ্বনাথ পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান প্রার্থিতা ফিরে পাওয়ায় সিলেট-২ আসনে উত্তাপ, উচ্ছ্বাস ও উদ্দীপনা নেতা কর্মীদের মধ্যে বিরাজ করছে। ভার্চুয়ালের মাধ্যম ভোটারদের মুখে মুখে আলোচিত হচ্ছে তার বিষয়টি। তার সমর্থকরা নমিনেশন দাখিলের পর থেকেই শুরু করে দিয়েছেন প্রচার-প্রচারণা। প্রার্থিতা ফিরে পাওয়ায় অনেকের মন্তব্য এবার জমে উঠবে সিলেট-২ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
এ ছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল বিএনপি প্রার্থী আবদুর রব মল্লিক (সোনালি আঁশ), নমিনেশন দাখিলের পর থেকেই নেতা কর্মীদেরকে নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও মিছিল-মিটিং, প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। সোনালি আঁশ মার্কায় ভোট দিয়ে বিশ্বনাথ ও ওসমানীনগরবাসী আমাকে বিজয় করবে বলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আশা ব্যক্ত করেন। বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির (ডাব), এনপিপি প্রার্থী মনোয়ার হোসাইন (আম) প্রচার-প্রচারনা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।