সিলেটের বিশ্বনাথে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ২৮তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- আপডেট সময় : ০৮:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ৮২৬ বার পঠিত
সিলেটের বিশ্বনাথ উপজেলায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ১৫ নভেম্বর বুধবার ২০২৩ ইং সিলেটের বিশ্বনাথ পৌরশহরে নতুন বাজারস্থ জামিয়া মোহাম্মদীয়া মাদরাসার হল রুমে প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও হাফিজ মাওলানা জুনেদ আহমদ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী মাদানিয়া ওয়েল ফেয়ার ট্রাষ্ট’র লাইফ মেম্বার লন্ডন প্রবাসী আলহাজ্ব মকরম আলী আফরোজ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরুণী মাদরাসার মুহতামীম মাওলানা নাজির আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহাম্মদিয়া মাদরাসার শিক্ষা সবিচ মাওলানা নেজাম উদ্দিন, হুফ্ফাজুল কুরআন সিলেটে জেলার সহ সভাপতি হাফিজ মাও: সাজ্জাদুর রহমান, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাও: শাহেদ আহমদ,
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফয়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ আনসারুল হক, প্রচার সম্পাদক আল মাদরাসাতুল হানাফিয়্যাহ মাদরাসার পরিচালক মাওলানা শহিদুর রহমান, সহ অর্থ সম্পাদক হাফিজ মাওলানা আরিফ উদ্দিন, পাঠাকইন মাদরাসার শিক্ষক হাফিজ রহমত উল্লাহ, দারুল উলুম বাগিচা বাজার মাদরাসার শিক্ষক হাফিজ সাইদুর রহমান, আতাপুর মাদরাসার শিক্ষক হাফিজ আব্দুল্লাহ ফারুক, দারুল উলুম লামাকাজী মাদরাসার শিক্ষক হাফিজ ফরিদ আহমদ, নতুন হাবড়া বাজার মাদরাসার শিক্ষক হাফিজ ইসলাম উদ্দিন, যুন্নুরাইন মাদরাসার শিক্ষক হাফিজ লুৎফুর রহমান, ইলামের গাও মাদরাসার শিক্ষক হাফিজ আলী আকবর, ছোবহানিয়া মাদরাসার শিক্ষক হাফিজ ছালিম আহমদ, মাওলানা নুরুল হক প্রমুখ।
অনুষ্ঠানটি তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া বিশ্বনাথের প্রায় সকল মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রায় ৭৫ জন্য ছাত্ররা ৪টি গ্রুপে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। ১ম গ্রুপ ১-৫ পারা অংশগ্রহণকারীর মধ্যে ১ম স্থান অধিকার করেন জাহান আহমদ, ২য় সালমান হোসেন সাইদ, ৩য় নাবিল আহমদ, ৪র্থ মাজহারুল ইসলাম তুহিন, ৫ম তাহমিদ আহমদ, ৬ষ্ট ইয়াসিন, ৭তম মাহবুবুর রহমান মামুন, ২য় গ্রুপ ১-১০ পারা অংশগ্রহণকারীর মধ্যে ১ম স্থান অধিকার করেন সালা উদ্দিন, ২য় হাবিবুল ইসলাম, ৩য় ইমরান খান, ৪র্থ শাহ মোহাম্মদ, ৫ম আল ইসহাক, ৬ষ্ট ইসহাক আহমদ, ৭তম রিফাতুল ইসলাম, ৩য় গ্রুপ ১-২০ পারা অংশগ্রহণকারীর মধ্যে ১ম স্থান অধিকার করেন তাফসিরুল ইসলাম রায়হান, ২য় রায়হান হোসাইন মিজান, ৩য় শাহ এমদাদ উদ্দিন, ৪র্থ সাইফুল ইসলাম, ৫ম নুফায়েছ আহমদ, ৬ষ্ট তোফায়েল আহমদ, ৭তম হুযায়ফা আহমদ, ৪র্থ গ্রুপ ১-৩০ পারা অংশগ্রহণকারীর মধ্যে ১ম স্থান অধিকার করেন জুবাইর আহমদ, ২য় উমায়ের আহমদ, ৩য় লুৎফুর রহমান, ৪র্থ আরিফুল ইসলাম, ৫ম মাহফুজ আহমদ, ৬ষ্ট আব্দুল হাই নাহিদ, ৭তম মুস্তাফিজুর রহমান। এছাড়া প্রতিটি গ্রুপে অংশগ্রহণকারীর মধ্যে ১ম থেকে ৭তম পর্যন্ত সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা হাতেম আহমদ ও হাফিজ মাওলানা আরিফ বিন রুস্তুম। প্রতিটি গ্রুপের ১ম থেকে ৭তম স্থান অধিকারকারী আগামী ০১ ডিসেম্বর ২০২৩ ইং সিলেট বিভাগীয় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।