এবার ভূমিকম্পে কাঁপল নয়াদিল্লি
- আপডেট সময় : ০৮:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ১৩৩ বার পঠিত
ইসলামিক মিডিয়া ডেক্স:
নেপালে আঘাত হানা ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি ও। সোমবার বিকেলের দিকে নেপালে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানল। এতে কেঁপে ওঠে প্রতিবেশী ভারতের নয়াদিল্লি ও এর আশপাশের কয়েকটি এলাকা।
ভূমিকম্পে আতঙ্কিত লোকজনকে দিল্লির রাস্তায় নেমে আসতে দেখা গেল পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পৌঁছেনি। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সোমবার স্থানীয় সময়ে বিকেল ৪টা ১৬ মিনিটের দিকে নেপালের পশ্চিমাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানল। এতে কেঁঁপে ওঠে ভারতের রাজধানীসহ আরও কয়েকটি শহর।
ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র উল্লেখ করছে, নেপালে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যা থেকে ২৩৩ কিলোমিটার উত্তরে নেপালের পশ্চিমাঞ্চলে। গত ৩ নভেম্বর নেপালের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল। ওই ভূমিকম্পে দেশটিতে ১৫৫ জনের প্রাণহানি ঘটে। সোমবারও নেপালের একই অঞ্চলে ভূমিকম্প আঘাত হেন।
সোমবারের ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে বলে জানানোর জন্য ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র।”