জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বনাথ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৫৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ২৩৫ বার পঠিত
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে ‘দারিদ্র বিমোচনে যাকাত শীর্ষক’ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ রমজান ১১ এপ্রিল মঙ্গলবার জামিয়া মাদানিয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বনাথ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদ মুশাহিদ দয়ামীরী বলেন, যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ।সম্পদশালী প্রতিটি মুসলমানদের যাকাতের অর্থ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিলীয়ে দিতে হবে, তা না হলে তোমাদের কঠিন শাস্তির সম্মুখীণ হতে হবে। তিনি আরো বলেন, যাকাত এমন একটি ইবাদত যদি সামাজিক ভাবে এর যথাযথ বাস্তবায়ন হয় তবে ধনী-দরিদ্রের এ আকাশ পাতাল ব্যবধান থাকতে পারতো না। কিন্তু দু:খজনক হলেও বাস্তব সত্য যে, আজ মুসলিম উম্মাহ গুরুত্বপূর্ণ ফরযটির ব্যাপারে দারুণভাবে উদাসীন।
উপজেলা জমিয়তের যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম ও সহ সাংগঠনিক সম্পাদক হাসান বিন ফাহিমের যৌথ পরিচালনায় ইফতার র্পূব আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বিশ্বনাথের সভাপতি মাওলানা কামরুল ইসলাম ছমীর, ওসমানীনগর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ক্বাজী আমিন উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আব্দুস সালাম, ছাতক উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি শাহনূর আহমদ, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি মাষ্টার ইমাদ উদ্দীন, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সাবেক সভাপতি মাওলানা ক্বাজী আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল মতিন, ইসলামি আন্দোলন বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা আমির উদ্দীন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজুম্মুল আলী রাজু, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান, খেলাফত মজলিস বিশ্বনাথ পৌর সাধারণ সম্পাদক হাফিজ শরীফ উদ্দীন, জালালাবাদ ইমাম সমিতি বিশ্বনাথের সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দীন হেলালী, হাফিজ মাওলানা জিয়াউর রহমান, আলোকিত সুর বিশ্বনাথের পরিচালক মাওলানা মুখতার হুসাইন প্রমূখ।
এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা নূরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মুফতি আহমদ আলী, প্রচার সম্পাদক মাওলানা নেসার আল মাহমুদ, খাজাঞ্জী ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা জামাল উদ্দীন, মাদরাসাতুল হানাফিয়্যাহর পরিচালক মাওলানা শহিদুর রহমান, পৌর জমিয়তের সহ সভাপতি মাওলানা শাহ মুসলেহ উদ্দীন, উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা ওমর ফারুক, দপ্তর সম্পাদক মাওলানা জিয়াউল হক, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা বুরহান উদ্দীনসহ জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। পরিশেষে উপজেলা জমিয়তের সহসভাপতি ও আঞ্জুমানে হেফাজতে ইসলাম বিশ্বনাথের সভাপতি মাওলানা কামরুল ইসলাম ছমীরের দোয়ার মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়।