সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন বিশ্বনাথ থানার এসআই শেখ আলী আজহার।
- আপডেট সময় : ০১:১৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ২৩৬ বার পঠিত
আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রন, গ্রেফতারি পরোয়ানা নিষ্পতিতে অবদান রাখায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন বিশ্বনাথ থানার এসআই (নিরস্ত্র) শেখ আলী আজহার। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পক্ষ থেকে ওই এসআইকে সম্মননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
মঙ্গলবার (১১ এপ্রিল) সম্মাননা সার্টিফিকেট তুলে দেন সিলেট বিভাগের রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম সেবা। এসময় অন্যান্যের মধ্যে সিলেটের অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন রীনা, এম এ জলিল, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনসহ বিভাগের অন্যান্য পুলিশ সুপার ও রেঞ্জের উর্ধ্বতন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, এসআই শেখ আজহার পুরস্কৃত হওয়ায় গোঠা বিশ্বনাথবাসি গর্বিত হয়েছে। তাঁর সফলতায় বিশ্বনাথ থানার পুলিশের অফিসাররাও গর্বিত। ওই পুরস্কার প্রাপ্তিতে আজহারকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি।
পুরস্কার পাওয়া বিশ্বনাথ থানার এসআই শেখ আলী আজহার বলেন, পুরস্কারে কাজের অনুপ্রেরণা যোগায়। ওই পুরস্কার প্রাপ্তিতে আমাকে আরো প্রেরণা যোগাবে। সেবা করাই হচ্ছে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আমি ভবিষৎতে আরো এগিয়ে যেতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।