সংবাদ শিরোনাম ::
বিশ্বনাথ এইড ইউ.কের পক্ষ থেকে রমজানের ১৯তম দিন বিশ্বনাথ সরকারী কলেজ গেইটে ১০০ প্যাকেট ইফতার ও ১০০ বোতল পানি বিতরণ
ইসলামিক মিডিয়া ২৪ ডেস্ক :
- আপডেট সময় : ০১:২৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ২১৭ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবারের ন্যায় এবার পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশ্বনাথ এইড ইউ.কের পক্ষ থেকে রোজাদারদের জন্য মাসব্যাপী বিনামূল্যে ৩ হাজার ৫ শত প্যাকেট ইফতার ও ৩ হাজার ৫ শত বোতল মিনারেল ওয়াটার বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে। বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ও রেসকিউ লাইফ ফাউন্ডেশন, বিশ্বনাথ এর সার্বিক সহযোগিতায় গতকাল ১১ই এপ্রিল মঙ্গলবার ১৯ রমজান যুক্তরাজ্য প্রবাসী,বিশ্বনাথ এইড ইউ.কের সদস্য বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের কৃতিসন্তান জনাব শামছুল আলম মেহেদী এর সৌজন্যে বিশ্বনাথ সরকারী কলেজ গেইটের সম্মুখে ও রশীদপুর-কারিকোনা বিশ্বনাথ সড়কে চৌরাস্তার মোড়ে পার্শ্ববর্তী পথচারী,যানবাহনের চালক , শ্রমিক সহ রোজাদারদের মধ্যে ১০০ প্যাকেট ইফতার ও ১০০ বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হয়। এনিয়ে গত ১৯দিনে মোট ২ হাজার ২ শত প্যাকেট ইফতার ও ২ হাজার ২শত বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসিক বিশ্বনাথ ডাইজেস্টের সম্পাদক ও বিশ্বনাথ এইড ইউ.কের লাইফ মেম্বার রফিকুল ইসলাম জুবায়ের, প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, ইসলামিক মিডিয়া টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক মাওলানা শহীদুর রহমান, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ সুহেব,যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির । অনুষ্ঠানে বক্তারা মাসব্যাপী রোজাদারদের জন্য ইফতার বিতরণের মত মহতি উদ্যোগ গ্রহন করায় বিশ্বনাথ এইড ইউ.কের সভাপতি আব্দুর রহিম রন্জু,সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ, ট্রেজারার মোহাঃ বখতিয়ার খান সহ বিশ্বনাথ এইড ইউ.কের সকল সদস্য ও লাইফ মেম্বারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আশা প্রকাশ করেন বিশ্বনাথ এইড ইউ.কের এই উদ্যোগ দেখে অন্যান্য প্রবাসীরাও এই জাতীয় মহতি কাজে অনুপ্রাণিত হবেন।