সিলেটের বিশ্বনাথে পাকা সড়ক উদ্বোধন করলেন এমপি মোকাব্বির খান
- আপডেট সময় : ০৫:৫৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ১৩২ বার পঠিত
সিলেটের বিশ্বনাথে নবনির্মিত ‘আরএইচডি কুরুয়া-শ্বাসরাম মিডিল রোড টু পশ্চিমমুখী-হাজী মজনু মিয়া হাউজ উত্তর পার্শ্বে সরুয়ালা কানেক্টিং রোড’ পাকা সড়ক আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সড়কটি উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন পশ্চিম শ্বাসরাম জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল কাদির। পরে যুক্তরাজ্যের অক্সফোর্ড আওয়ামী লীগের সহসভাপতি লয়লু মিয়ার পশ্চিম শ্বাসরামের বাসভবনে ওই সড়কের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরানের সভাপতিত্বে বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে মোকাব্বির খান বলেন, ‘এই সড়কটি পাকা হওয়াতে এলাকাবাসী যেমন খুশি, তেমনিভাবে আমিও খুশি। এভাবে আমি আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারলে নিজেকে গর্বিত মনে করব। এ অঞ্চলের উন্নয়নের জন্য যুক্তরাজ্য প্রবাসী লয়লু মিয়া নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রবাসীদের এমন প্রচেষ্টা ও পরিশ্রমকে আমি ধন্যবাদ জানাই। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি শামীম আহমদ, পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন, দয়ামির ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক বশির আহমদ, উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন। স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্যের অক্সফোর্ড আওয়ামী লীগের সহসভাপতি লয়লু মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দয়ামির ইউনিয়ন পরিষদের সদস্য আফরোজুল হক, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য এম.এ হামিদ, বিশ্বনাথ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সবুজ চক্রবর্তী, কার্যসহকারী রাশেদুল ইসলাম, জেলা যুবলীগ নেতা সজিব আহমদ, সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ সুমন, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মো. কছির আলী, সংবাদকর্মী রাজা মিয়া, গণফোরাম নেতা মাহতাব উদ্দিন, সংগঠক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা শাহান শাহ, ঠিকাদার হাব উল্লাহ, পশ্চিম শ্বাসরাম গ্রামের বাসিন্দা জিলু মিয়া, বদরুল ইসলাম, শুকুর আলী, আজিজুর রহমান গুলজার, জমির আলী, বিজুল মিয়া, খলকু মিয়া, সিরন মিয়া, লাল মিয়া, সেবুল মিয়া, পূর্ব শ্বাসরাম গ্রামের বাসিন্দা খোয়াজ আলী, বুরহান উদ্দিন, সংসদ সদস্যের পিএস আদনান আহমদ, এপিএস অসিত রঞ্জন দেব, রাঘবপুর গ্রামের বাসিন্দা নূর মিয়া, সরুয়ালা গ্রামের বাসিন্দা আনোয়ার মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সাহেদ আহমদ, আখলাকুর রহমান তুহিন, সংগঠক সাতির আলী, মাজহারুল ইসলাম, সামিদ হাসান কর্নাল, কওছর মিয়া প্রমুখ।