লন্ডন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের সাবেক স্পিকার মো.আয়াছ মিয়ার জীবন ও কর্মশীষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ২৬১ বার পঠিত
লন্ডন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের সাবেক স্পিকার ও সিলেটের কৃতি সন্তান এবং মানবাধিকারকর্মী মো.আয়াছ মিয়ার জীবন ও কর্মশীষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি) সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মীম সুফিয়ানের পরিচালনায় স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, আয়াছ মিয়া বিশ্বনাথ তথা সিলেটবাসীর গর্ব।আয়াছ মিয়া একটি নাম নয়, একটি ইতিহাস। তিনি একজন ভালো মনের মানুষ। সমাজসেবক ও দেশপ্রমিক।বিদেশের মাটিতে নেতৃত্ব দিয়ে আমাদের মুখ উজ্জ্বল করছেন।
স্মারকগ্রেন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কবি কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-দি ওয়ান পাউন্ড হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও সিইও ডা. মো. শানুর আলী মামুন, বিশিষ্ট রেটিনা বিশেষজ্ঞ ডা.জহিরুল ইসলাম অচিনপুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী, এটিএন বাংলা (ইউকে) সিলেট প্রতিনিধি শফিকুল ইসলাম সফি, বিশ্বনাথ সিলেট সমিতির সাবেক সভাপতি শাহ মতিছিন আলী, দেওকলস ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, দশঘর ইউনিয়নের চেয়ারম্যান ইমাদ উদ্দিন খান, সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, সাংবাদিক মিজানুর রহমান, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল এনামুল হক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুর রহমান আসাদ, জকিগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিশ্বনাথ ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার সঞ্জিব সিংহা, সিলেট লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল ইসলাম মকবুল, শিল্পপতি মহি উদ্দিন, সমাজ সেবক সামছু মিয়া লয়লুছ, লাভলু লস্কুর প্রমুখ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ ইউনাইডেট কার্মাশিয়াল ব্যাংকের ম্যানেজার আহমেদুর রশিদ চৌধুরী, শিল্পপতি নেচার আলী লিলু, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য শহিদুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, নবীন সুহেল, মসাঈদ আলী, সংগঠক মতিন মিয়া, আব্দুল মল্লিক, আব্দুল হামিদ শিকদার, জিয়াউর রহমান, সাহিদুল আজম, খছরু মিয়া প্রমুখ।