সংবাদ শিরোনাম ::
সিলেটের বিশ্বনাথে আমির হামজা (রাঃ) হাফিজিয়া মাদরাসার পুরুস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ইসলামিক মিডিয়া ২৪ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:৪১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ১৫৭ বার পঠিত
সিলেটের বিশ্বনাথ অলংকারি ইউনিয়নের আলমনগরে হযরত আমির হামজা (রাঃ) জামেয়া হাফিজিয়া মাদরাসা বাষিক পরীক্ষার পুরুস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি হয়েছে ২২ জানুয়ারি রবিবার মাদরাসার হলরুমে। মাদরাসার সভাপতি আব্দুল মুকছিত আক্তারের সভাপতিত্বে এবং সংগঠক কামাল আহমদের সঞ্চালনায় কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহবুব আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন অলংকারি ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি ইউ’কের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।
তিনি বলেন, এ মাদরাসা একজন সাহাবীর নামে নামকরণ করা হয়েছে, সেখান থেকে ছাত্র ছাত্রী দ্বীন শিক্ষা গ্রহণ করে মহান আল্লাহতালা সন্তুুষ্টটি অর্জন করবে।
তিনি আরো বলেন, এই মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ ও তার রাসুলের আনুগত্য কি ভাবে করা যায় সেই লক্ষ্য নিয়ে। পরিশেষে, তিনি বর্তমান সরকারের শিক্ষানীতির সমালোচনা করে বলেন, বানর থেকে মানুষ কিভাবে হয়? মাদরাসার পাঠ্য বইয়ে মুর্তি ও ইসলাম বিরুদ্বী যে, সব চিত্র সন্নিবেশিত করা হয়েছে তা এদেশের ইসলাম প্রিয় জনতা গ্রহণ করবে না এবং সরকারকে ইসলাম বিরুদ্বী এমন শিক্ষানীতি থেকে ফিরে আসার আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা হযরত আলী (রাঃ) একাডেমী এন্ড কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজ, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, মাদরাসার সুপার কারী নুর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন, পিঠাকড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সুলতান মাহমুদ আজদী, মাদরাসার পরিচালনা কমিটির সদস্য আব্দুল হোসেন, সমাজসেবক আবুল কালাম, এলাকাবাসীর পক্ষ বক্তব্য রাখেন, গোলাব হোসেন, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন বাবুল আহমদ, ছাত্র ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন, আব্দুল আজিজ, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, নিজাম উদ্দিন ও মুরব্বী মঈনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট ডায়রেক্ট ফেইসবুক চ্যানালের তৌফিকুর রহমান হাবিব, চ্যানাল ওয়ান টিভির ফজলু মিয়া, হাফিজ ছানাওয়ার হোসেন, সংগঠক আলী হোসেন, সমাজসেবক চাঁন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী আজাদ মিয়া ও দক্ষিণ সুরমার নিজ গাওয়ের প্রবাসী আব্দুল আজিজের হাতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।