সিলেটের বিশ্বনাথ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ১১৭ বার পঠিত
সিলেটের বিশ্বনাথে দীর্ঘ ১১বছর পর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ২২ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ওই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি স্বেচ্চাচারিতা আর সিন্ডিকেটের কবলে পড়েছিল। অসহ্য়া মানুষগণ সুচিকিৎস্যা পায় নাই। সিন্ডিকেটের কারণে ওষুধগুলো বিক্রি হতো ক্লিনিকগুলোতে। জনগণ তাদের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত ছিল। সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার খুঁটির জোরেই সব কিছু হয়েছে। তার খুঁটির জোর থাকায় এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরাতে অনেক কষ্ট হয়েছে। আজ থেকে এই স্বাস্থ্য কমপ্লেক্সের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সকল প্রকারের সহযোগীতা করা হবে বলে তিনি জানান। স্বাস্থ্য সহকারি দিবাংশু গুনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন নবনিযুক্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দিলওয়ার হোসেন সুমন। ডাক্তার রাজিব বৈষ্ণব, নার্সিং সুপারভাইজার আব্দুল সাকুর, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক কাজী জামাল উদ্দিন, সাংবাদিক আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।