৩১ জানুয়ারী 2023 জামিয়া মাদানিয়া বিশ্বনাথ, সিলেট মাদরাসার ৬৪ তম বার্ষিক সম্মেলন
- আপডেট সময় : ০৮:৩৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ২৩৩ বার পঠিত
সিলেটের বিশ্বনাথে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসার ৩১ জানুয়ারী ৬৪ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন জামিয়ার মাঠে অনুষ্ঠিত হবে।
বার্ষিক মহাসম্মেলনে বয়ান পেশ করবেন শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক ঢাকা, শায়খুল হাদীস মুফতি সাইফুল ইসলাম ইউকে, শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান খান, মাদানিয়া বিশ্বনাথ, হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ ঢাকা, হযরত মাওলানা লোকমান মাজহারী ঢাকা, হযরত মাওলানা মুফতি ইসহাক কামাল নরসিংদী, হযরত মাওলানা জাবের কাসেমী ঢাকা, ড. মাওলানা আতিক হাসান আবু আব্দুল্লাহ টাঙ্গাইল, এছাড়াও দেশবরেণ্য উলামা-মাশায়েখ বয়ান পেশ করবেন।
এছাড়াও জামিয়া মাদানিয়া পুরুষ শাখায় খতমে বোখারী বাদ আছর, জামিয়ার মহিলা শাখায় বয়ান ও খতমে বোখারী সকাল ১০ টা থেকে বেলা ১ টা, বেলা ২টা থেকে ৪ টা উলামা সম্মেলন জামিয়ার হলরুমে অনুষ্ঠিত হবে।
বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে জিকিরের সাথে দলে দলে যোগদান ও সার্বিক সহযোগিতার আহবান করেছেন মাদরাসার মুহতামিম মাওলানা শিব্বীর আহমদ।