সংবাদ শিরোনাম ::
একজন উচ্চাভিলাশী তালিব ইলম
ইসলামিক মিডিয়া ২৪ ডেস্ক :
- আপডেট সময় : ১০:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ১১৯ বার পঠিত
এক গরীব তালিব ইলম ছিল, কষ্টে দিনাতিপাত করত। কিন্তু তার মাথায় এক শাহজাদীকে বিবাহ করার উচ্ছাকাংখা সওয়ার ছিল। কোন একজন তাকে জিজ্ঞাসা করল, মিয়া! কিছু আশা-ভরসা পেয়েছ কি? সে বলল, জ্বি হ্যা। অর্ধেক কাজ তো হয়েই আছে, অর্ধেক শুধু বাকী। এ হতে আর কতক্ষণ! প্রশ্ন করা হলো, অর্ধেক হয়ে গেছে তা কোনটি? বলল, আমি তো রাজী আছি সে শুধু এখনো রাজী হয়নি। আর এই দুটিই বিবাহের আসল। সুতরাং ইযাব (প্রস্তাব) হয়ে গেছে শুধু কবুল বাকী।
ঠিক এমনি আমাদের আখেরাতের প্রস্তুতি। আমরা জান্নাতে যেতে রাজী আছি কিন্তু ঐ দিক থেকে শুধুমাত্র অনুমতি বাকী। আর এ কথা আমাদের ভাল করে জানা থাকা উচিত যে, শুধু কথায় আর উচ্চাশায় কাজ হয় না।