হযরত ইবরাহীম আদহাম রহ: এর ঘটনা
- আপডেট সময় : ০৮:৫৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ৯৯ বার পঠিত
হযরত ইবরাহীম আদহাম যখন বাদশাহী ছেড়ে জঙ্গলে চলে গেলেন তখন রাষ্ট্রীয় কর্মকর্তাগণের এক কমিটি গঠন করে পরামর্শে বসলেন যে, কিভাবে পুনরায় বাদশাহকে সিংহাসনে ফিরিয়ে আনা যায়। পরামর্শক্রমে বাদশাহকে সিংহাসনে ফিরিয়ে আনতে গিয়ে তারা দেখলেন- তিনি একটি ছালা গায়ে জড়িয়ে বসে আছেন। উযির আরজ করলেন, হুযুর! আপনার অবর্তমানে দেশের অস্তিত্ব হুমকীর সম্মুখীন। মেহেরবানী করে আমার সাথে চলুন। তিনি বললেন, বাদশাহী তোমাদের জন্য মঙ্গল হোক। আমাকে আল্লাহ তাআলা অনেক বড় বাদশাহী দিয়েছেন। এই বলে তিনি তার নিকট রক্ষিত একটি সুই থলে থেকে বের করে নদীতে নিক্ষেপ করে উজিরকে বললেন, আমার সুইটি নদী হতে বের করে এনে দাও। উজির অসংখ্য লোক নদীতে নামিয়ে দিলেন কিন্তু সুইয়ের কোন হদীস পাওয়া গেল না। অত:পর ইবরাহীম রহ: বললেন, এবার আমার বাদশাহী দেখ এই বলে নদীর মাছকে সম্বোধন করে বললেন, হে মাছেরা! আমার সুই এনে দাও। এ কথা বলা মাত্র হাজার হাজার মাছ নিজ নিজ মুখে সোনা রূপার বহুসংখ্যক সুই নিয়ে পানিতে ভেসে উঠল। তিনি বললেন, আমার পুরাতন লোহার সুই চাই। দেখা গেল, একটি মাছ ঐ সুইটি নিয়ে এলো। তিনি হাতে নিয়ে উজিরের সামনে তা ফেলে দিয়ে বললেন, বাদশাহী নিয়ে নিশ্চয় তোমাদের গর্ববোধ হয়। দেখলে তো আমার বাদশাহী।