কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানবাক্সে দানের রেকর্ড
- আপডেট সময় : ১১:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩ ১৬৮ বার পঠিত
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানবাক্সে এবার রেকর্ড পরিমান টাকা পাওয়া গিয়েছে। টাকার পরিমান প্রায় ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা । এছাড়া টাকার সাথে মিলেছে সোনা-রুপার অলঙ্কার, হীরার গহণা সহ বিদেশী মুদ্রাও। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরী নেতৃত্বে শনিবর (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় গণনা করা হয়।
ঐতিহাসিক এ মসজিদটিতে আটটি লোহার দানবাক্স রয়েছে। প্রতি তিন মাস পরপর দানবাক্সগুলো খোলা হয়। এবার তিন মাস ছয় দিন পর শনিবার সকাল ৯টার দানবাক্সগুলো খোলা হয়। এ সময় বাক্সগুলোতে রেকর্ড পরিমান টাকা পাওয়া যায়।
মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দান দানবাক্স খোলা হয়।
এর আগে সর্বশেষ ২০২২ সালের ১ অক্টোবর ৩ মাস একদিন পর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন রেকর্ড পরিমান ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।