তুমি আমার চোখ খুলে দিয়েছ
- আপডেট সময় : ০৯:১৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩ ১৪৪ বার পঠিত
এক প্রগতিবাদী কোমল হৃদয়বান কবি ছিলেন। তার কথাবার্তা বড়ই তাৎপর্যপূর্ণ ছিল। এক ব্যক্তি তার তাৎপর্যপূর্ণ কবিতা শুনে তাকে আধ্যাত্মিক সাধক ভেবে ইরান থেকে তার সঙ্গে দেখা করতে আসল। কবির বাড়ীতে এসে দেখতে পেল এক নাপিত কবির দাড়ি শেভ করে দিচ্ছে। এ দেখে ঐ ব্যক্তি চিৎকার করে বলল, আরে! তুমি দেখি দাড়ি শেভ করছ। কবি জবাবে বলল, হ্যাঁ, দাড়িতে ক্ষুর চালাচ্ছি কিন্তু কারো কলিজায় ক্ষুর চালাচ্ছি না। অর্থাৎ আমি দাড়ি শেভ করি ঠিকই কিন্ত কারো মনে আঘাত দেই না। এটা শক্ত গোনাহ। সে ব্যক্তি তাৎক্ষণিকভাবে জবাব দিল, আরে ভাই! তুমি কারো কলিজায় ক্ষুর চালাচ্ছ না ঠিক কিন্তু আল্লাহর রাসুলের কলিজায় ক্ষুর চালাচ্ছ। অর্থাৎ দাড়ি কামানোর দ্বারা নবীজীর মনে আঘাত দিচ্ছ। এ কথা শুনামাত্র প্রগতিবাদী কবির চক্ষু গেল এবং সে বলতে লাগল অর্থাৎ আমি অন্ধ ছিলাম তুমি আমার চক্ষু খুলে দিয়েছ। আজ আমি বুঝতে পারলাম যে, আমার কার্যকলাপে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পাচ্ছেন।