আমেরিকার প্রথম বাঙালি বংশদ্ভুত কংগ্রেসম্যান হ্যানসান হাশিম
- আপডেট সময় : ১০:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩ ১২৮ বার পঠিত
লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় বাংলাদেশ। নিজের উজ্জ্বল অবস্থান জানান দিচ্ছে বিশ্বের মানচিত্রে। আজ আমাদের আলোকিত মেধাবী প্রবাসীরা জ্ঞান-বিজ্ঞানে, আবিস্কার-গবেষণায়, শিল্প-সাহিত্যে, ক্রীড়া-সংস্কৃতিতে সবক্ষেত্রেই বহিবিশ্বে উজ্জ্বল ভূমিকা পালন করছেন। প্রবাসী বাঙালীরাও সম্মানিত হচ্ছেন। সেই আলোকেই আমাদের দেশও মর্যাদার আসনে আসিন হচ্ছে।
আমেরিকার প্রথম বাঙালি বংশদ্ভুত কংগ্রেসম্যান হ্যানসান হাশিম
আমেরিকার প্রথম বাঙালি বংশদ্ভুত কংগ্রেসম্যান হ্যানসান হাশিম। তিনি শহরের পূর্বপ্রান্তে বেড়ে ওঠেন। তাঁর পিতা ছিলেন বাংলাদেশি ও মা আমেরিকান। তিনি একজন রেলের গার্ড হিসাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনযাত্রা শুরু করেন। ডেট্রয়েট ইনস্টিটিউটস অব আর্টসে লেখাপড়া করেন এং তার ব্যয় নির্বাহ করেন একটি গ্র্যান্ট থেকে। তিনি শিল্পকলায় গ্র্যাজুয়েশন করেন, গ্র্যাজুয়েশন চলাকালীন তিনি রাজনীতির প্রতি আকৃষ্ট হন। এ থেকেই তার পথ চলা।
আমেরিকায় মিশিগান প্রদেশের একজন সিনেটর। ২০০৩ সাল থেকে তিনি ফার্স্ট ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেছেন। তার পূর্বে তিনি ১৯৯১ থেকে ১৯৯২ এবং ১৯৯৯ থেকে ২০০২ মিশিগান হাউস অব রিপেসেন্টেটিভ এর মেম্বার ছিলেন। ২০১০ সালে ইউএস হাউসে মিশিগান ১৩ ডিস্ট্রিক্ট থেকে কংগ্রেসম্যান নির্বাচিত হন।
২০০৬ সালে সিনেট
নির্বাচনে মিশিগান প্রদেশের ফার্স্ট ডিস্টিক্ট এলাকা থেকে ৯৫.০৫ পার্সেন্ট ভোট পেয়ে সিনেটর নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের সিনয়িরা ক্যাসল পেয়েছিলেন ৪.০৫ পার্সেন্ট ভোট। অনগ্রসর মানুষের কথা চিন্তা করে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। ইউনিভার্সিটির লেখাপড়া শেষে তিনি সিদ্ধান্ত নেন আইন পেশায় লেখাপড়া করবেন। তিনি জর্জ টাউন স্কুলে সুযোগ পান এবং ১৯৮৪ সালে একজন জুরিস ডক্টর হিসাবে স্নাতক ডিগ্রি লাভ করেন।
তিনি সিনেটর নির্বাচিত হওয়ার পর প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বেড়াতে এসেছিলেন। হ্যানসান হাশিম ক্লার্কের জন্ম ১৯৫৭ সালের ২ মার্চ। বাবা মোজাফ্ফর আলী হাশিম। বাড়ী সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামে।