সংবাদ শিরোনাম ::
মোড়ক উন্মোচন হতে যাচ্ছে বহুল আলোচিত গ্রন্থ হুদাল্লিল মুত্তাকিন
ইসলামিক মিডিয়া ২৪ ডেস্ক :
- আপডেট সময় : ০৯:২৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ৪২০ বার পঠিত
ইসলামিক মিডিয়া রির্পোট: বাংলার রত্ন, সুনামগঞ্জে গর্ব, বিদগ্ধ আলেম, নন্দিত খতীব, শিকড় সন্ধানী লিখক, বিচক্ষণ মুহাদ্দিস শায়েখ হাম্মাদ গাজীনগরীর তাফসীরে গাজীনগরীর প্রথম সিরিজ হুদাল্লিল মুত্তাকিনের মোড়ক উন্মোচন হতে যাচ্ছে, মুহাদ্দিসে গাজিনগরী গবেষণা পরিষদ, বাংলাদেশ কর্তৃক আয়োজিত আগামী ২ জানুয়ারি ২০২৩ ইং রোজঃ সোমবার দুপুর ৩ ঘটিকায় ঐতিহ্যবাহি শহিদ সুলেমান হল দরসগাহ গেইট সিলেট। উপস্থিত থাকবেন দেশ সেরা আলোচকবৃন্দ।দেশের অভিজাত লাইব্রেরী থেকে আপনার কপি সংগ্রহ করুন।মনযোগে পড়ে জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করুন।অবশ্যই আজীবনের শিক্ষণীয় খোরাক রয়েছে।প্রিয়জনকেও কিতাবটি উপহার দিন।প্রকৃত পরোপকারী বনুন। অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রিত।