অঙ্গীকার রক্ষা করা প্রসঙ্গে:
- আপডেট সময় : ০১:১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ ১৭৯ বার পঠিত
অঙ্গীকার রক্ষা করা ওয়াজিব। এমনকি বালক বা শিশুকে সান্তনা দেয়ার জন্য কোন কিছু প্রদানের অঙ্গীকার করলেও তা পূরণ করা জরুরী। পূরণ করার নিয়ত না থাকলে অঙ্গীকার করবে না। তবে কোন পাপ কাজের অঙ্গীকার করলে তা পূরণ করা যাবে না।
একদিন রাসুল সা: এর সামনে এক মহিলা তার বাচ্ছাকে কোলে নেয়ার চেষ্টা করছিল। কিন্তু কোন ভাবেই তাকে কোলে নিতে পারছিল না। বাচ্চাটি কাছেই আসছিল না। তখন সেই মহিলা বাচ্চাটিকে কাছে ্আনার জন্য হাত মুঠ করে বাচ্চাকে দেখিয়ে বলছিল আস! আস! তোমাকে এই জিনিসটা দিব। রাসুল সা: বললেন: আসলেই কি তাকে কিছু দেয়ার ইচ্ছা আছে, না কি শুধু ভোলানোর জন্যই মিছেমিছি বলছ? এহিলা বলল, না আমার হাতে খেজুর আছে, সত্যিই তাকে খেজুর দিব! তখন রাসুল সা: বললেন, তাহলে ঠিক আছে। যদি তোমার কোন কিছু দেয়ার নিয়ত না থাকত, আর তুমি মিছেমিছি এমন বলতে, তাহলে তোমার আমলনামায় একটা মিথ্যার গোনাহ লেখা হত। দেখা গেল হাসি- ফূর্তিচ্ছলে হোক বা যে কোনভাবে হোক, ওয়াদা খেলাফ করার বা মিথ্যা বলার অবকাশ শরীয়তে নেই।