সময়ের সঠিক ব্যবহার
- আপডেট সময় : ০৯:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ ২৭৩ বার পঠিত
রাবেয়া আক্তার
সময়ের মূল্য
চারটি জিনিস চলে গেলে আর ফিরে আসে না। প্রথমটি হল সময়। ঘড়ি সব সময় বলতে থাকে কেটে গেল সময়! কেটে গেল সময়! মানুষের জীবনের সামান্য এই সময়ের মধ্যে অনেক কাজ করতে হয়। আল্লাহ তায়ালা কুরআন শরীফের সূরা আসরে বলেন ‘আছরের সময়ের কসম! নিশ্চয় মানুষ ধ্বংশের মধ্যে আছে। তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, পরস্পর হক ও ধৈর্যের উপদেশ দিয়েছে’। অর্থাৎ মানুষের মধ্যে যারা এই চার কর্ম সম্পাদন করে সময়কে কাজে লাগিয়েছে, তারা সফল। আর যারা এই কর্ম ব্যতীত সময়কে অযথা নষ্ট করছে, তারা ধ্বংসের মধ্যে আছে।
সময় ও কর্ম
বস্তুত যারা সময়ের গুরুত্ব দেয় না তারা অলস। অলস ব্যক্তির মাথা শয়তানের আড্ডা খানা। অলস ব্যক্তি দুনিয়াতে কারো উপকার করতে পারে না। আখেরাতেও জাহান্নামী হবে। আর যারা আখেরাতের কাজ ছেড়ে দুনিয়ার কাজে লিপ্ত হয়। তারাও ধ্বংস হয়ে জাহান্নামী হয়ে যাবে। কিন্তু যারা সময়কে মূল্যায়ন করে, বেহুদা সময় নষ্ট হতে দেয় না। ঈমান এনে নেক কাজ করতে থাকে অন্যদেরকেও নেক কাজের নির্দেশ দেয় তারা ধ্বংস হবে না। তারাই জান্নাতবাসী হবে। মূলত আল্লাহ তায়ালা মানুষকে বিশেষ কর্তব্য পালনের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, ‘আমি মানব ও দানবকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি’। এজন্য জীবনের একটা মুহূর্তও নষ্ট না করে আসল দায়িত্বে আত্মনিমগ্ন হওয়াই আসল কর্তব্য।
আজকের কাজ আজই করুন
অনেকে মনে করে বহু সময় হাতে আছে। এই কাজটা পরে করে নেবো। এ ধারণা ভুল। পরে আর কাজ করার সুযোগ নাও আসতে পারে। আল্লাহ পাকের সর্বশ্রেষ্ট দান মহামূল্যবান সময়। টাকা পয়সা হারালে, তা অর্জন করা যায়। কিন্তু সময় ফুরিয়ে গেলে আর ফিরে আসে না। তাই অনর্থক সময় নষ্ট করা কারো জন্য উচিৎ নয়। বরং আজকের কাজ আজই করা উচিত। চাহে সেই কাজ অপার্থিব হোক বা পার্থিব।
অপচয়কারী শয়তানের ভাই
অনেকে লুডু, দাবা ইত্যাদি খেলায় লিপ্ত হয়ে সময় নষ্ট করে। কেউ বা অযথা হৈ চৈ ও গল্প-গুজব করে সময়ের খিস্তি খেউর করে। নিশ্চই এগুলোর হিসাব আল্লাহর নিকট দিতে হবে। টাকা পয়সার চেয়েও সময়ের মূল্য অনেক বেশি। সামান্য একটা টাকা হারিয়ে গেলে আমরা কত আফসোস করি। কিন্তু আমরা এমন আহম্মক যে, এত মূল্যবান সময় নষ্ট করেও আমাদের মনে অনুশোচনা হয় না। জীবনের সদ্ব্যব্যবহার করে কত সাধারণ মানুষ জগতে প্রতিষ্ঠিত হয়েছে আর অযথা সময় নষ্ট করে কত প্রতিভাবান লোক জীবনে ব্যর্থ হয়েছে। আমাদের চারপাশে যার অসংখ্য উদাহরণ রয়েছে। আল্লাহপাক বলেন ‘নিশ্চই অপচয়কারী শয়তানের ভাই’। সুতরাং যারা অনর্থক সময় নষ্ট করে তাদেরকে শয়তানের সাথে একত্র করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কাজেই সময় নষ্ট না করে প্রতিটি ব্যক্তিরই উচিত তার কর্তব্য পালন করা। এর মধ্যেই আছে সফলতা।
লেখিকা : শিক্ষার্থী,