সংবাদ শিরোনাম ::
জীবন
ইসলামিক মিডিয়া ২৪ ডেস্ক :
- আপডেট সময় : ০৮:১৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ ১২৫ বার পঠিত
তাছলিমা আক্তার
জীবনটা সাজাও যদি
নবীজীর তরে
সহজেই পার পাবে
কবরে ও হাশরে।
জীবনটা চালাও যদি
নবীজীর শানে
শান্তি ও মুক্তি পাবে
দুই জাহানে।
নবীজীর সুন্নতে
গড়ে নাও মনটা
তাহলেই ধন্য হবে
সোনার জীবনটা।
আমার মা
তাশফিয়া আক্তার বুশরা
আমি যাকে ভালোবাসি
তিনি আমার মা
তার সাথে কভু আমি
রাগ করি না।
যদি করি অভিমান
কিবা হই রুষ্ট
দুহাত বাড়িয়ে বলেন
আয় বুকে দুষ্ট।
মা আমার সবার সেরা
মা আমার জান্নাত
দীর্ঘজীবি হোন তিনি
করি সদা মোনাজাত।