যে সত্যকে সবাই মানে
- আপডেট সময় : ০৮:৩৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ ১১৮ বার পঠিত
তাফাজ্জুল ইসলাম:
এক লোক নিজস্ব গাড়িতে তার স্ত্রীকে নিয়ে বেড়াতে বের হল । রাস্তায় আরেক লোক গাড়ীতে উঠার জন্য হাত তুলল। সে গাড়ি থামাল এবং বলল, তুমি কে? আমি তোমাকে নিতে পারব না। কেননা আমি আমার স্ত্রীকে নিয়ে অনেক দিন পর বেড়াতে বের হয়েছি। পথিক লোক বলল, আমি হলাম ইউ, এস, ডলার। গাড়ির চালক লোক ভাবল স্ত্রীকে নিয়ে অন্য সময় বেড়াতে পারব। কিন্তু ডলার তো আর সব সময় পাওয়া যাবে না। তার স্ত্রীকে পিছনের বুটে রেখে মি. ডলারকে সামনে বসতে দিল। গাড়ী চলতে শুরু করল। কয়েক কিলোমিটার যাওয়ার পর আরেক লোক গাড়ীতে লিফট চাইল। গাড়ির চালক বলল, আমার পরিবার নিয়ে আমি যাচ্ছি, তোমাকে নিতে পারব না। লোকটি বলল, আমি হলাম পাউন্ড। শোনে চালক তাকেও গাড়ীতে তুলল। গাড়ী চলতে শুরু করল। কিছুক্ষণ পর আরেক লোক হাত তুলল। গাড়ির চালক বলল, তোমাকে নিতে পারছি না। পথিক লোক বলল, আমাকে চেনো কে? আমি হলাম ইসলাম। আমাকে নিলে তোমার জীবন সুন্দর হবে। আখেরাত সুন্দর হবে। কবরে শান্তি পাবে। কেয়ামতের দিন আরশের ছায়ায় স্থান পাবে। আরো অনেক সুযোগ সুবিধা পাবে। চালক বলল, আমি তোমাকে ভালবাসি। অনেক পছন্দ করি। কিন্তু আমার গাড়ি ভর্তি, তাই তোমাকে নিতে পারছি না। তুমি এক কাজ কর, আরেকটু সামনে একটি মসজিদ আছে ওখানে আশ্রয় নাও। তোমার সাথে জুমাবারে দেখা হবে। গাড়ী চলতে শুরু করলো। কিছুদূর যাওয়ার পর আরেক লোক হাত তুলল। চালক বলল, আমার গাড়ী একদম ভর্তি তোমাকে নিতে পারছি না। পথিক বলল আমাকে নিতে হবে না। আমি তোমাকে আল্লাহর হুকুমে নিতে এসেছি। আমি মালাকুল মাউত। চালক বলল, আমাকে একটু সময় দাও পিছনে একজন যাত্রীকে রেখে এসেছি। এদেরকে ওখানে রেখে তাকে নিয়ে আসছি। মালাকুল মাউত বলল, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। কাজে লাগাতে পারনি আর দেওয়া হবে না।
লেখক : শিক্ষার্থী,