ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সিলেটের বিশ্বনাথে ব্যারিস্টার নাজির ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান Logo সিলেটের বিশ্বনাথে ফাতেমা খাতুন আদর্শ মহিলা মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন Logo সিলেটের বিশ্বনাথে বৃদ্ধা ক্যান্সার আক্রান্ত মহিলার ঘর দখলের অভিযোগ :প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo জামিয়া মাদানিয়া বিশ্বনাথ মাদরাসার ৬৬ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২৮ ডিসেম্বর Logo সিলেটের বিশ্বনাথে আল মাদরাসাতুল হানাফিয়ায় বিশিষ্ট ব্যবসায়ীকে সংবর্ধনা Logo সিলেটের বিশ্বনাথে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ২৯তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন Logo সিলেটের বিশ্বনাথে আল মাদরাসাতুল হানাফিয়ায় দুই শিক্ষানুরাগীকে সংবর্ধনা Logo বিশ্বনাথে নব নিযুক্ত শিক্ষা অফিসার নাস্তিক মাহমুদুল হক অপসারণ ও অবাঞ্ছিত ঘোষনা করে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত Logo ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ইসলামী মহাসম্মেলন থেকে ৯ দফা ঘোষণা Logo তাবলিগের রাহবার আলেমরা, অন্য কেউ নয়

মসজিদের মর্যাদা ও ফযিলত

ইসলামিক মিডিয়া ২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ ১০৯ বার পঠিত

ইসলামিক মিডিয়া রির্পোট: হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন: যখন তোমরা জান্নাতের বাগিচা দিয়ে অতিবাহিত হও তখন ফল খাও অর্থাৎ তাতে তোমরাও চারণ কর। বলা হল হে আল্লাহর রাসুল! জান্নাতের বাগিচা কি? তিনি বলেন: মসজিদসমূহ। আবার বলা হল- হে আল্লাহর রাসুল! (রতে) কি? তিনি বললেন- সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার: (অর্থাৎ এটা পড়া কেমন যেন বাগিচার ফল খাওয়া)। (তিরমিযী, মেশকাত পৃ: ৭০)
ফায়েদা: মসজিদকে জান্নাতের বাগিচা এজন্য বলা হয়েছে যে, মসজিদে ইবাদত করা বেহশত অর্জনের কারণ ও মাধ্যম হয়।
‘‘রতে’’ এর আসল অর্থ হল- বাগিচায় যেয়ে ফল এবং সুস্বাদু বস্তু খাওয়া এবং ভ্রমণের জন্য ঝর্ণা প্র¯্রবণের দিকে বের হওয়া। অত:এব এখন এটাকে বড় ছাওয়াব অর্জনের জন্য ব্যবহার করা হয়।
হযরত আবু উমামা রা. হতে বর্ণিত। তিনি বলেন, ইহুদিদের একজন আলেম, নবী করীম সা. কে জিজ্ঞাসা করলেন: জমিনের মধ্যে উত্তম স্থান কোনটি? হুজুর সা. নীরব রইলেন এবং বললেন: তুমি নীরব থাক যতক্ষণ না জিবরাঈল আ. আসেন। উত্তর করলেন: জিজ্ঞাসিত ব্যক্তি কি প্রশ্নকারী অপেক্ষা অধিক জ্ঞাত? (অর্থাৎ জ্ঞাত নয়) কিন্তু আমি আমার প্রভুকে জিজ্ঞাসা করব। অত:পর জিবরীল আ. বললেন, হে মুহাম্মদ সা. “ আমি আল্লাহর এত নিকটে হয়ে ছিলাম যত নিকটে ইতো:পূর্বে হয়নি। হুজুর সা. জিজ্ঞাসা করলেন, কিরূপে ও কত নিকটে হয়েছিলেন হে জিবরীল! তিনি বললেন: তখন আমার ও তাঁর মধ্যে মাত্র সত্তর হাজার নূরের পর্দা ছিল। আল্লাহ বলেছেন: জমিনের নিকৃষ্টতম স্থান হলো জমিনের বাজার এবং উৎকৃষ্টতম স্থান হলো মসজিদ। (ইবনে হিব্বান, মেশকাত পৃ:৭১)
ফায়দাঃ এখানে একটি প্রশ্ন উত্থাপিত হতে পারে, বাজারকে সর্বাপেক্ষা ঘৃণিত স্থান বলা হ ল অথচ বেশ্যাখানা, পতিতালয়, শরাবখানা ইত্যাদি তো বাজার থেকেও খারাপ স্থান গণ্য করা হয়? এর উত্তর এই যে, বাজারকে যে ঘৃণিত স্থান বলা হয়েছে এটা জায়েজ বিষয়ের মধ্য থেকে বলা হয়েছে। অর্থাৎ যদিও বাজার স্থান জায়েজ তথাপি তা নিকৃষ্ট স্থান। কেননা সাধারণত বাজারেই লোভ লালসা, বিশ্বাসঘাতকতা ও মিথ্যার বেসাত হয়। আর পতিতালয়, বেশ্যাখানা, শরাবখানা ইত্যাদি স্থাপনই বৈধ নয়।

ফেসবুকে আমরা

মসজিদের মর্যাদা ও ফযিলত

আপডেট সময় : ০২:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

ইসলামিক মিডিয়া রির্পোট: হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন: যখন তোমরা জান্নাতের বাগিচা দিয়ে অতিবাহিত হও তখন ফল খাও অর্থাৎ তাতে তোমরাও চারণ কর। বলা হল হে আল্লাহর রাসুল! জান্নাতের বাগিচা কি? তিনি বলেন: মসজিদসমূহ। আবার বলা হল- হে আল্লাহর রাসুল! (রতে) কি? তিনি বললেন- সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার: (অর্থাৎ এটা পড়া কেমন যেন বাগিচার ফল খাওয়া)। (তিরমিযী, মেশকাত পৃ: ৭০)
ফায়েদা: মসজিদকে জান্নাতের বাগিচা এজন্য বলা হয়েছে যে, মসজিদে ইবাদত করা বেহশত অর্জনের কারণ ও মাধ্যম হয়।
‘‘রতে’’ এর আসল অর্থ হল- বাগিচায় যেয়ে ফল এবং সুস্বাদু বস্তু খাওয়া এবং ভ্রমণের জন্য ঝর্ণা প্র¯্রবণের দিকে বের হওয়া। অত:এব এখন এটাকে বড় ছাওয়াব অর্জনের জন্য ব্যবহার করা হয়।
হযরত আবু উমামা রা. হতে বর্ণিত। তিনি বলেন, ইহুদিদের একজন আলেম, নবী করীম সা. কে জিজ্ঞাসা করলেন: জমিনের মধ্যে উত্তম স্থান কোনটি? হুজুর সা. নীরব রইলেন এবং বললেন: তুমি নীরব থাক যতক্ষণ না জিবরাঈল আ. আসেন। উত্তর করলেন: জিজ্ঞাসিত ব্যক্তি কি প্রশ্নকারী অপেক্ষা অধিক জ্ঞাত? (অর্থাৎ জ্ঞাত নয়) কিন্তু আমি আমার প্রভুকে জিজ্ঞাসা করব। অত:পর জিবরীল আ. বললেন, হে মুহাম্মদ সা. “ আমি আল্লাহর এত নিকটে হয়ে ছিলাম যত নিকটে ইতো:পূর্বে হয়নি। হুজুর সা. জিজ্ঞাসা করলেন, কিরূপে ও কত নিকটে হয়েছিলেন হে জিবরীল! তিনি বললেন: তখন আমার ও তাঁর মধ্যে মাত্র সত্তর হাজার নূরের পর্দা ছিল। আল্লাহ বলেছেন: জমিনের নিকৃষ্টতম স্থান হলো জমিনের বাজার এবং উৎকৃষ্টতম স্থান হলো মসজিদ। (ইবনে হিব্বান, মেশকাত পৃ:৭১)
ফায়দাঃ এখানে একটি প্রশ্ন উত্থাপিত হতে পারে, বাজারকে সর্বাপেক্ষা ঘৃণিত স্থান বলা হ ল অথচ বেশ্যাখানা, পতিতালয়, শরাবখানা ইত্যাদি তো বাজার থেকেও খারাপ স্থান গণ্য করা হয়? এর উত্তর এই যে, বাজারকে যে ঘৃণিত স্থান বলা হয়েছে এটা জায়েজ বিষয়ের মধ্য থেকে বলা হয়েছে। অর্থাৎ যদিও বাজার স্থান জায়েজ তথাপি তা নিকৃষ্ট স্থান। কেননা সাধারণত বাজারেই লোভ লালসা, বিশ্বাসঘাতকতা ও মিথ্যার বেসাত হয়। আর পতিতালয়, বেশ্যাখানা, শরাবখানা ইত্যাদি স্থাপনই বৈধ নয়।