ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সিলেটের বিশ্বনাথে ব্যারিস্টার নাজির ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের ফ্রি খৎনা প্রদান Logo সিলেটের বিশ্বনাথে ফাতেমা খাতুন আদর্শ মহিলা মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন Logo সিলেটের বিশ্বনাথে বৃদ্ধা ক্যান্সার আক্রান্ত মহিলার ঘর দখলের অভিযোগ :প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo জামিয়া মাদানিয়া বিশ্বনাথ মাদরাসার ৬৬ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২৮ ডিসেম্বর Logo সিলেটের বিশ্বনাথে আল মাদরাসাতুল হানাফিয়ায় বিশিষ্ট ব্যবসায়ীকে সংবর্ধনা Logo সিলেটের বিশ্বনাথে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ২৯তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন Logo সিলেটের বিশ্বনাথে আল মাদরাসাতুল হানাফিয়ায় দুই শিক্ষানুরাগীকে সংবর্ধনা Logo বিশ্বনাথে নব নিযুক্ত শিক্ষা অফিসার নাস্তিক মাহমুদুল হক অপসারণ ও অবাঞ্ছিত ঘোষনা করে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত Logo ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ইসলামী মহাসম্মেলন থেকে ৯ দফা ঘোষণা Logo তাবলিগের রাহবার আলেমরা, অন্য কেউ নয়
প্রচ্ছদ / অনলাইন থেকে আয়, অন্যান্য, অপরাধ-দূর্নীতি, অর্থ বাণিজ্য, আইন-আদালত, আমাদের কথা, আরো, ইতিহাস-সভ্যতা, ইন্টারনেট, ইসলাম প্রতিদিন, ইসলামিক বুক, উলামায়ে দেওবন্দের কাহিনী, এক্সক্লুসিভ, কম্পিউটার, কুরআন পাখিদের শিক্ষা/অবদান, কুরআন/হাদীস, কুরআনের আলোচনা/কাহিনী, কৃষি, গণমাধ্যম, গল্প/কবিতা, গল্প/কবিতা, গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক, চাকুরী, জাতীয়/স্থানীয় সংবাদ, জীবন কাহিনী, ডাউনলোড, ডাক্তারদের ঠিকানা, দোয়া ও আমল, পাঠকের মতামত, প্রচলিত কুসংস্কার, প্রবন্ধ/নিবন্ধ, প্রবাস সংবাদ, প্রশ্নোত্তর, বহি বিশ্বে আলোকিত বাংলাদেশী, বিচিত্রা খবর, বিজ্ঞান প্রযুক্তি, বিশ্ব, বিহি বিশ্বে আলোকিত উলামায়ে দেওবন্দ, ভ্রমণ, মহিলাঙ্গন, মহিলাদের অবদান, মহিলাদের মাসআলা, মাসআলা মাসায়েল, মোবাইল, লক্ষ্য উদ্দেশ্য, শিক্ষাঙ্গন, শিশু শিক্ষা/অবদান, সফটওয়্যার, সংস্কৃতি, সাক্ষাৎকার, সাহাবিদীদের কাহিনী, সাহিত্য, সোশাল মিডিয়া, স্থানীয় সংবাদ, স্বাস্থ্য, হাদীসের আলোচনা/কাহিনী

সোমবার-বৃহস্পতিবারে রোজা রাখার গুরুত্ব ও ফজিলত

ইসলামিক মিডিয়া ২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ ১৮১ বার পঠিত

ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে রোজা হলো একটি। ফরজ ওয়াজিব সুন্নতসহ বহুমাত্রিক রোজা রয়েছে। রোজা আল্লাহ তাআলার নিকট প্রিয় একটি ইবাদত। কেননা, রোজা রাখা হয় শুধু আল্লাহ তাআলার জন্য। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রোজার প্রতিদান আমি নিজে দেবো বা রোজার প্রতিদান আমি নিজে-ই। এতেই প্রতীয়মান হয় যে, রোজার ফজিলত ও গুরুত্ব কতোটুকু।

আল্লাহ তাআলা রমজানের রোজাকে প্রত্যেক মুসলমানের ওপর ফরজ করেছেন। তবে,মান্নতের রোজা রাখাও আবশ্যক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ব্যতীতও বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে এবং বিশেষ দিনেও রোজা রেখেছেন। তন্মধ্যে, সোমবার ও বৃহস্পতিবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন খুব গুরুত্বসহকারে। এবং সাহাবিদের এ দুদিন রোজা রাখার প্রতি উৎসাহিত করেছেন।

সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখার ফজিলত:

আম্মাজান হজরত আয়শা (রা.) বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি,নাসায়ি,

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোম ও বৃহস্পতিবার আল্লাহ আলার নিকট বান্দার আমলসমূহ পেশ করা হয়। সুতরাং আমার আমলসমূহ যেনো রোজা পালনরত অবস্থায় উপস্থাপিত হয়_ এটাই আমার পছন্দনীয়। তিরমিজি-৭৪৭,নাসায়ি কুবরা-২৬৬৭

অন্যত্র হযরত আবু হুরায়রা রা. বর্ণনা করেন, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাঁর সোম ও বৃহস্পতিবার রোজা রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, আল্লাহ তাআলা সোম ও বৃহস্পতিবার প্রত্যেক মুসলমানের গুনাহ ক্ষমা করে দেন। কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এদের ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না এরা নিজেদের মধ্যে সমঝোতা করে। ইবনে মাজাহ,তারগিব

অন্য হাদিসে হজরত আবু কাতাদা আনসারী রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার রোজা রাখার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনেই আমার ওপর কোরআন নাযিল হয়েছে। মুসলিম-২৮০৭,আবু দাউদ-২৪২৮ এ

রোজা রাখার সাতটি ফজিলত:

(১) আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। হাদিসে কুদসিতে মহান রাব্বুল আলামিন বলেছেন, রোজা প্রতিদান আমি নিজেই বা আমি নিজ হাতে রোজার প্রতিদিন দেবো।

(২) রাসুল সা. এর অনুসরণ-ই ফজিলত। তিরমিজি,নাসাঈ,ইবনে মাজাহ

(৩) আল্লাহ তাআলা বান্দার থেকে জাহান্নামকে একশ বছরের দূরত্বে হটিয়ে রাখবেন। আস সিলসিলাতুস সহিহা- খণ্ড-৬,২৫৬৫

(৪) আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা বান্দা এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সমান খন্দক তৈরি করে রাখেন। আস সিলসিলাতুস সহিহা-খণ্ড-২-৫৬৩

(৫) রোজা কিয়ামতের দিন বান্দার মুক্তির জন্যে সুপারিশ করবে। আহমদ-খণ্ড-২-১৭৪

(৬) কিয়ামতের দিন রোজাদার ব্যক্তি জান্নাতের বাবুর রাইয়ান দিয়ে প্রবেশের সুযোগ লাভ করবে। বুখারি-১৮৯৬,মুসলিম-১১৫২

(৭) রোজা অবস্থায় ইন্তেকাল করার সম্ভাবনা এবং জান্নাত লাভ। সহিহ আল জামে- ৬২২৪

মোদ্দা কথা হলো, সপ্তাহে এ দুদিন যেহেতু বান্দাদের আমলসমূহ আল্লাহ সুবহানাহু ওয়াতাআলার নিকট পেশ করা হয় তাই আমরা চেষ্টা করবো রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার রোজা রেখে আল্লাহর নৈকট্য অর্জন করবো। আল্লাহ তাআলা সমগ্র উম্মতে মুহাম্মদিকে ফরজ ওয়াজিব সুন্নাতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করার তাওফিক দান করুন। আমিন।

ট্যাগস :

ফেসবুকে আমরা

সোমবার-বৃহস্পতিবারে রোজা রাখার গুরুত্ব ও ফজিলত

আপডেট সময় : ০১:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে রোজা হলো একটি। ফরজ ওয়াজিব সুন্নতসহ বহুমাত্রিক রোজা রয়েছে। রোজা আল্লাহ তাআলার নিকট প্রিয় একটি ইবাদত। কেননা, রোজা রাখা হয় শুধু আল্লাহ তাআলার জন্য। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রোজার প্রতিদান আমি নিজে দেবো বা রোজার প্রতিদান আমি নিজে-ই। এতেই প্রতীয়মান হয় যে, রোজার ফজিলত ও গুরুত্ব কতোটুকু।

আল্লাহ তাআলা রমজানের রোজাকে প্রত্যেক মুসলমানের ওপর ফরজ করেছেন। তবে,মান্নতের রোজা রাখাও আবশ্যক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ব্যতীতও বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে এবং বিশেষ দিনেও রোজা রেখেছেন। তন্মধ্যে, সোমবার ও বৃহস্পতিবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন খুব গুরুত্বসহকারে। এবং সাহাবিদের এ দুদিন রোজা রাখার প্রতি উৎসাহিত করেছেন।

সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখার ফজিলত:

আম্মাজান হজরত আয়শা (রা.) বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি,নাসায়ি,

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোম ও বৃহস্পতিবার আল্লাহ আলার নিকট বান্দার আমলসমূহ পেশ করা হয়। সুতরাং আমার আমলসমূহ যেনো রোজা পালনরত অবস্থায় উপস্থাপিত হয়_ এটাই আমার পছন্দনীয়। তিরমিজি-৭৪৭,নাসায়ি কুবরা-২৬৬৭

অন্যত্র হযরত আবু হুরায়রা রা. বর্ণনা করেন, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাঁর সোম ও বৃহস্পতিবার রোজা রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, আল্লাহ তাআলা সোম ও বৃহস্পতিবার প্রত্যেক মুসলমানের গুনাহ ক্ষমা করে দেন। কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এদের ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না এরা নিজেদের মধ্যে সমঝোতা করে। ইবনে মাজাহ,তারগিব

অন্য হাদিসে হজরত আবু কাতাদা আনসারী রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার রোজা রাখার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনেই আমার ওপর কোরআন নাযিল হয়েছে। মুসলিম-২৮০৭,আবু দাউদ-২৪২৮ এ

রোজা রাখার সাতটি ফজিলত:

(১) আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। হাদিসে কুদসিতে মহান রাব্বুল আলামিন বলেছেন, রোজা প্রতিদান আমি নিজেই বা আমি নিজ হাতে রোজার প্রতিদিন দেবো।

(২) রাসুল সা. এর অনুসরণ-ই ফজিলত। তিরমিজি,নাসাঈ,ইবনে মাজাহ

(৩) আল্লাহ তাআলা বান্দার থেকে জাহান্নামকে একশ বছরের দূরত্বে হটিয়ে রাখবেন। আস সিলসিলাতুস সহিহা- খণ্ড-৬,২৫৬৫

(৪) আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা বান্দা এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সমান খন্দক তৈরি করে রাখেন। আস সিলসিলাতুস সহিহা-খণ্ড-২-৫৬৩

(৫) রোজা কিয়ামতের দিন বান্দার মুক্তির জন্যে সুপারিশ করবে। আহমদ-খণ্ড-২-১৭৪

(৬) কিয়ামতের দিন রোজাদার ব্যক্তি জান্নাতের বাবুর রাইয়ান দিয়ে প্রবেশের সুযোগ লাভ করবে। বুখারি-১৮৯৬,মুসলিম-১১৫২

(৭) রোজা অবস্থায় ইন্তেকাল করার সম্ভাবনা এবং জান্নাত লাভ। সহিহ আল জামে- ৬২২৪

মোদ্দা কথা হলো, সপ্তাহে এ দুদিন যেহেতু বান্দাদের আমলসমূহ আল্লাহ সুবহানাহু ওয়াতাআলার নিকট পেশ করা হয় তাই আমরা চেষ্টা করবো রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার রোজা রেখে আল্লাহর নৈকট্য অর্জন করবো। আল্লাহ তাআলা সমগ্র উম্মতে মুহাম্মদিকে ফরজ ওয়াজিব সুন্নাতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করার তাওফিক দান করুন। আমিন।